আ'লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়: শফিক চৌধুরী

বিশ্বনাথ সংবাদদাতা:: || ২০২১-০৪-১৯ ১০:৫৫:৪২

image

 

সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আর কিছু সংখ্যক মানুষ ইসলাম ধর্মের নাম ব্যবহার করে বিভিন্ন রকমের অপকর্ম, জ্বালাও পুড়াও ভাংচুর করছে। একাত্তরেও এদের মত ইসলাম ধর্মের নাম নিয়ে মা-বোনদেরকে নির্যাতন ও নির্বিচারে হত্যা করেছে। এদেরকে রুখতে হবে।

তিনি আরো বলেন, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াছ আলী নিখোঁজের ব্যাপার পরিষ্কার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাকে গুমের পিছনে বিএনপিরই হাত রয়েছে। কেন কিভাবে এমন গুমের ঘটনা ঘটেছে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে তা তুলে ধরা হয়েছে। এখন থলের বিড়াল বেরিয়ে এসেছে। এতদিন বিষয়টি চাপিয়ে রেখে বিএনপি বলেছিলো ইলিয়াসকে সরকার গুম করেছে। কিন্তু বিএনপি নেতার মুখ থেকেই শোনা গেল সরকার নয়, বিএনপির কিছু নেতাই ইলিয়াস আলীকে গুম করেছে। আওয়ামী লীগ যে প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় তা আবারও প্রমাণ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি সোমবার (১৯ এপ্রিল) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ইলামেরগাঁও গ্রামে মরহুম রমজান আলীর বাড়িতে প্রবাসী চেরাগ আলী ও তাহার পরিবারবর্গের উদ্যোগে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আটটি গ্রামের ২ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল- চাল ১০ কেজি, পিয়াজ ৪ কেজি, ছোলা ২ কেজি, ডাল ২ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ২ লিটার।

যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল রোসন চেরাগ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেড মোহাম্মদ আলমগীর।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, উপদেষ্টা মন্ডলীর সদস্য শের আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, আওয়ামী লীগ নেতা ইয়াসিন আলী, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, এলাকার মুরব্বি কমর আলী, ময়না মিয়া, মস্তফা মিয়া, যুবলীগ নেতা জুবেল আহমদ প্রমুখ।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net