বড়লেখায় স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনকে জরিমানা

বড়লেখা সংবাদদাতা:: || ২০২১-০৪-১৮ ১৩:২০:০২

image

 

মৌলভীবাজারের বড়লেখায় লকডাউন কার্যকর করতে অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। রবিবার (১৮ এপ্রিল) বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বড়লেখা থানা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১২ জনকে ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত লকডাউন চলছে। কিন্তু অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। ফলে লকডাউন কার্যকর করতে রবিবার দুপুরে বড়লেখা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১২ জনকে ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ, উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net