প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন : মোমেন

সিলেট সান ডেস্ক:: || ২০২১-০৪-১৮ ১২:৩৮:০৬

image

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চারিত্রিক দৃঢ়তা ও ধৈর্যের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশেকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।


পররাষ্ট্রমন্ত্রী ফরেন সার্ভিস ডে উপলক্ষে রবিবার (১৮ এপ্রিল) এক ভিডিও বার্তায় এ কথা বলেন।


তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তিপূর্ণভাবে বিবাদ মিমাংসার কূটনৈতিক নীতির প্রশংসা করে বলেন, এই নীতির মাধ্যমে তিনি আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রের এক নতুন পথ উন্মোচন করেছেন। এই নীতি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সামনে রেখেছে এবং লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে।


তিনি আরো বলেন, ‘পররাষ্ট্র-নীতি বিশেষজ্ঞরা এখন বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের ভূ-রাজনৈতিক গুরুত্ব এবং উন্নয়নের প্রশংসা করতে ভুলে যান না।’


বাংলাদেশ ফরেন সার্ভিস তার অভ্যন্তরীণ উৎসাহ ও দিক-নির্দেশনায় চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহীত ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরীতা নয়’ এই নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।’


তিনি বিশ্ব নেতৃবৃন্দের পক্ষ থেকে ১৪৭টি অভিনন্দন-বার্তা ও ৩০টি ভিডিও-বার্তা পাঠানোর জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও বিদেশে নিযুক্ত বাংলাদেশী কূটনীতিকদের প্রতি ধন্যবাদ জানান।


মোমেন বলেন, আমাদের ফরেন সার্ভিসগুলোতে দায়িত্বরত অনেক কর্মকর্তার কঠোর পরিশ্রমের কারণেই আন্তর্জাতিক শান্তি, উন্নয়ন ও মানবিক কাজে বাংলাদেশের অবদান রাখা সম্ভব হয়েছে, যার ফলে আমাদের দেশ অত্যন্ত গর্বের সাথে স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উদযাপন করেছে।


তিনি আরো বলেন, ‘ফরেন সার্ভিস ডে উপলক্ষে- আমরা বিগত ৫ দশক ধরে বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে বিদেশী মিশনগুলোতে কর্মরত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞা প্রকাশ করছি।’
পররাষ্ট্রমন্ত্রী বিশ্বব্যাপী চলমান ভয়াবহ মহামারীকালে- সাহসিকতার সাথে এই বৈশ্বিক চ্যালেন মোকাবেলা করায় বিশ্বের বিভিন্ন স্থানে কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান।


আমাদের দেশ গড়ায় অর্থনৈতিকভাবে অবদান রাখায় এবং আর্ন্তাতিকভাবে আমাদের দেশকে তুলে ধরার জন্য তিনি বিশ্বব্যাপী কর্মরত প্রায় ১২ মিলিয়ন শক্তিশালী জনশক্তির বাংলাদেশী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান।
মুক্তিযুদ্ধে বাংলাদেশী কূটনৈতিকদের সাহসী ও গৌরবময় অবদানের কথা স্মরণ করে দিবসটি পালন করা হয়। ৫০ বছর আগে ১৯৭১ সালের এই দিন কোলকাতায় পাকিস্তানী দখলদার বাহিনীর আনুগত্য অস্বীকার করে বাংলাদেশী কূটনীতিকরা পাকিস্তান ডেপুটি হাই কমিশনের কার্যালয় দখল করে ভবনের ছাদে বাংলাদেশের পতাকা উত্তলন করেন। এটাই ছিল বিদেশে বাংলাদেশের প্রথম মিশন।

 

 

সিলেট সান/এসএ

 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net