কুলাউড়ায় কৃষকদের সঙ্গে নিয়ে নমুনা শস্য কর্তন করলেন ইউএনও

কুলাউড়া প্রতিনিধি:: || ২০২১-০৪-১৭ ০৫:৩০:৩৩

image

করোনাভাইরাসের এই মহা সংকটকালীন সময়েও থেমে নেই কৃষক ও কৃষিকাজ। কুলাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের পালেরমোড়া এলাকার মাঠে কৃষকদের সঙ্গে নিয়ে ব্রি ধান ৮৪ জাতের নমুনা শস্য কর্তন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মোমিন, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান মনির আহমদ, ইউপি কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলেমান আহমদসহ অত্র ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার, স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।

উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মোমিন জানান, ২০২০-২০২১ অর্থ বছরে কুলাউড়া উপজেলায় ৭৯১২ হেক্টর এলাকায় বোরোধান আবাদ হয় যা গত ২০১৯-২০২০ অর্থ বছরের চেয়ে প্রায় ১ হাজার হেক্টর বেশি।

উপস্থিত কৃষকগণ প্রাপ্ত ফলনে সন্তোষ প্রকাশ করে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে আগামী বছর এই জাতের ধান আরও ব্যাপকভাবে তারা চাষ করবেন।

কৃষকদের যেকোনো কাজে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী কৃষকদের আশ্বাস দেন।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net