কেমুসাস'র চতুর্দশ বইমেলা শুক্রবার শুরু

সিলেট সান ডেস্ক:: || ২০২১-০৩-২৫ ০৯:১১:৩৪

image

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের চতুর্দশ বইমেলা শুক্রবার (২৬ মার্চ) থেকে শুরু হচ্ছে। বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে স্বাধীনতার বীর শহিদদের স্মৃতির প্রতি নিবেদিত এবারের বইমেলা ৪ঠা এপ্রিল পর্যন্ত চলবে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দরগাগেইটস্থ সংসদ চত্বরে আয়োজিত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বইমেলা সফলের লক্ষ্যে অদ্য  বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৫টায় নগরিতে এক প্রচার র‌্যালি বের করা হয়। সংসদ চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি চৌহাট্টা পয়েন্ট হয়ে সংসদে এসে শেষ হয়।

র‌্যালি শুরুর প্রাক্কালে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক বলেন, কেমুসাসের বইমেলা দীর্ঘ এক ঐতিহ্যের স্মারক। সিলেটের জনসমাজে এই মেলার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বইমেলা উপকমিটির আহবায়ক অধ্যাপক নন্দলাল শর্মা বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এ অঞ্চলে একটি আলোকিত সমাজ গঠনে কাজ করছে। বইমেলা তারই এক বলিষ্ঠ সংযোজন। বিশিষ্ট কবি কালাম আজাদ বলেন, নতুন নতুন লেখক সৃষ্টি ও তাদের প্রেরণার ক্ষেত্রে সাহিত্য সংসদ এক বাতিঘর। তিনি বইমেলা সফল করতে সবার প্রতি আহবান জানান।

বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী বলেন, আলোকিত মানুষ গড়তে বইয়ের কোন বিকল্প নেই। বইমেলা আমাদের কাছে নতুন নতুন বইয়ের সুবাস নিয়ে হাজির হয়। বইমেলা উদযাপন কমিটির সদস্যসচিব আব্দুল মুকিত অপি অ্যাডভোকেট-এর পরিচালনায় এতে আরো বক্তৃতা করেন ২০১৪ বইমেলা কমিটির সদস্যসচিব মুহিত চৌধুরী, ২০০৯ বইমেলা কমিটির সদস্যসচিব মো. জাহেদুর রহমান চৌধুরী, সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম কলি, বইমেলা উপকমিটির সদস্য ইছমত হানিফা চৌধুরী, সিলেট লেখিকা সংঘের সহসভাপতি মাসুদা সিদ্দিকা রুহী।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন সাহিত্য সংসদের কার্যকরি পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, বইমেলা উপকমিটির সদস্য বেলাল আহমদ চৌধুরী, কবি বাছিত ইবনে হাবীব, ঔপন্যাসিক আলেয়া রহমান, কবি কামাল আহমদ, আলোকচিত্রি মো. দুলাল হোসেন, কবি এখলাসুর রহমান, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি নাঈমা চৌধুরী, লেখক জসীম আল ফাহিম, কবি ফায়যুর রাহমান, প্রভাষক মো. মাহবুবুর রউফ, কবি সাইয়িদ শাহীন, ছড়াকার আবদুল কাদির জীবন, কবি লিপি খান, গীতিকবি শাহিনা জালালী পিয়ারী, কবি রেনুফা রাখী, কবি সেনুয়ারা আক্তার চিনু, লেখক ছয়ফুল আলম পারুল, প্রকাশক মো. জসিম উদ্দিন, ফতহুল করিম হাসান, মো. জিল্লুর রহমান প্রমুখ।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net