পঞ্চম ধাপের পৌর নির্বাচন : মেয়র হলেন যারা

সিলেট সান ডেস্ক:: || ২০২১-০২-২৮ ১৩:৫৪:৪৭

image

পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ২৭ প্রার্থী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। ২৯টি পৌরসভার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী একজন এবং আওয়ামী লীগের বিদ্রোহী একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন একটি পৌরসভায়।

২৯ পৌরসভায় বিজয়ীরা হলেন- হবিগঞ্জ সদরে আওয়ামী লীগের আতাউর রহমান সেলিম, কালীগঞ্জে (ঝিনাইদহ) আওয়ামী লীগের আশরাফুল আলম আশরাফ, সিংগাইরে (মানিকগঞ্জ) আওয়ামী লীগের আবু নাঈম মোহাম্মদ বাসার, চারঘাটে (রাজশাহী) আওয়ামী লীগের একরামুল হক, নান্দাইলে (ময়মনসিংহ) আওয়ামী লীগের রফিক উদ্দিন ভূঁইয়া,  রায়পুরে (লক্ষ্মীপুর) আওয়ামী লীগের গিয়াস উদ্দিন রুবেল, বারইয়ারহাটে (চট্টগ্রাম) আওয়ামী লীগের রেজাউল করিম খোকন, মিরসরাইয়ে (চট্টগ্রাম) আওয়ামী লীগের গিয়াস উদ্দিন, ভোলা সদরে আওয়ামী লীগের মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশনে (ভোলা) আওয়ামী লীগের মো. মোর্শেদ, ভৈরবে আওয়ামী লীগের ইফতেখার হোসেন বিপুল ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় আওয়ামী লীগের নায়ার কবির।

এছাড়া মতলবে (চাঁদপুর) আওয়ামী লীগের আওলাদ হোসেন লিটন, সৈয়দপুরে (নীলফামারী) আওয়ামী লীগের রাফিকা আকতার জাহান, নাচোলে (চাঁপাইনবাবগঞ্জ) আওয়ামী লীগের আব্দুর রশিদ খান ঝালু, মহেশপুরে (ঝিনাইদহ) আওয়ামী লীগের মো. আব্দুর রশিদ, রাঙ্গুনিয়ায় (চট্টগ্রাম) আওয়ামী লীগের মো. শাহজাহান সিকদার, শিবচরে (মাদারীপুর) আওয়ামী লীগের আওলাদ হোসেন খান, জয়পুরহাট সদরে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান মোস্তাক, কেশবপুরে (যশোর) আওয়ামী লীগের রফিকুল ইসলাম মোড়ল, জামালপুর সদরে আওয়ামী লীগের মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মাদারগঞ্জে (জামালপুর) আওয়ামী লীগের মির্জা গোলাম কিবরিয়া কবির, ইসলামপুরে (জামালপুর) আওয়ামী লীগের আব্দুল কাদের শেখ, দুর্গাপুরে (রাজশাহী) আওয়ামী লীগের তোফাজ্জল হোসেন, বগুড়া সদরে বিএনপির রেজাউল করিম বাদশা, শাহরাস্তিতে (চাঁদপুর) আওয়ামী লীগের আবদুল লতিফ, হারাগাছায় (রংপুর) স্বতন্ত্র এরশাদুল হক বিপুল, কালীগঞ্জে (গাজীপুর) আওয়ামী লীগের এসএম রবিন হোসেন এবং মাদারীপুর সদরে আওয়ামী লীগের খালিদ হোসেন ইয়াদ।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net