কমলগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি নিয়ে উত্তপ্ত

কমলগঞ্জ প্রতিনিধি:: || ২০২১-০২-২৮ ০৫:৫৭:০৬

image

মৌলভীবাজারের কমলগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের পাল্টাপাল্টি দুটি কমিটি গঠিত হয়েছে। ২টি কমিটিকেই উপজেলা ছাত্রলীগের দুই পক্ষ অনুমোদন দিয়েছে। এ নিয়ে পতনউষার ছাত্র লীগের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা।


ছাত্রলীগ সূত্র জানায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি হাবিবুল ইসলাম ইমনকে সভাপতি ও শাকির হোসেন জয়কে সাধারন সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট পতনঊষার ইউনিয়নের ছাত্রলীগ কমিটি অনুমোদন দেয় কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ। অনুমোদনের কয়েক দিনের মধ্যেই কমিটি থেকে মৌখিক ও সোস্যাল মিডিয়ায় পোষ্ট দিয়ে কয়েকজন নেতাকর্মী পদত্যাগ করেন।

পদত্যাগের পরপরই ১২ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত উপজেলা ছাত্রলীগের প্যাডে মো. জুনেদ খান সভাপতি ও রিন্টু দাশকে সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট পতনঊষার ইউনিয়ন ছাত্রলীগের আরো একটি কমিটির অনুমোদন দেন।

এবিষয়ে নবগঠিত কমিটির দায়িত্বশীল পদ থেকে নেতৃবৃন্দের পদত্যাগ করার বিষয়ে জানতে চাইলে পতঊষার ইউনিয়ন ছাত্রলীগের একাংশের সভাপতি হবিবুল ইসলাম ইমন বলেন, সহ-সভাপতি ও যুগ্ম-সাধারন সম্পাদক কোনো কমিটি অনুমোদন দিতে পারেন বলে আমার জানা নাই।

এ বিষয়ে আলাপকালে ইউনিয়ন ছালীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি পদে আসিন হওয়া জুনেদ খান বলেন, আমরা পারিবারিক ভাবে আওযামীলীগের রাজনীতির সাথে জড়িত এছাড়াও আমি ইউনিয়ন ছাত্রলীগের পূর্বের কমিটিতে আইন বিষয়ক সম্পাদক ছিলাম।

এ প্রসঙ্গে পদত্যাগ  করা ও সদ্য ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের একাংশের সাধারন সম্পাদক রিন্টু দাশ অপর অংশের কমিটির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, একাধিক অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ও বিএনপি-জামায়াত পরিবারের সদস্যরা অর্থের বিনিময়ে অবৈধভাবে ছাত্রলীগের নবগঠিত কমিটিতে অনুপ্রবেশ করেছে যা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী বলে আমি মনে করি।

সদ্য অনুমোদন দেওয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির প্রসঙ্গে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগে যুগ্ম সাধারন মনসুর খান বলেন, দীর্ঘদিন যাবত পতনঊষার ইউনিয়ন ছাত্রলীগকে নেতৃত্ব দিয়ে আসছি। প্রতিটি ওয়ার্ড কমিটির মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করেছি।

মেয়াদ উত্তীর্ন হওয়ায় উপজেলা ছাত্রলীগ ইউনিয়ন কমিটি গঠন করতে চাইলে আমরা সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের দাবি জানাই। কিন্তু তারা তা না করে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে পতনঊষার ইউনিয়ন কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এইরকম বিতর্কিতদের হাত থেকে সংগঠনকে রক্ষার করতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাকের আলী সজিব বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সহ-সভাপতি ও যুগ্ম -সাধারন সম্পাদকেরা কোনো কমিটি অনুমোদন দিতে পারেন না। তাই তাদের অনুমোদিত কমিটির কোনো বৈধতা নেই।  


সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net