নতুন প্রজন্মের সামনে সিলেটের প্রয়াত কৃতি ব্যক্তিদের তুলে ধরতে হবে : মেয়র আরিফ

সিলেট সান ডেস্ক:: || ২০২১-০২-২৭ ১৩:০৬:৫৭

image

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বীথিকা দত্ত, জলধীর রঞ্জন চৌধুরী ও বীরেন্দ্র সূত্রধর শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও মানবতার সেবায় নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তাঁদের মত সিলেটে অনেক কৃতিমান ব্যক্তি আজ আমাদের মধ্যে নেই। তাঁদের জীবন ও কর্ম তুলে ধরে সংকলন প্রকাশ করলে নতুন প্রজন্ম অনেক কিছুই জানতে পারবে।

সিলেটের অতীত ঐতিহ্য রয়েছে। এটাকে ধরে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি সিলেটে প্রয়াত কৃতীমান ব্যক্তিদের নিয়ে সংকলন প্রকাশের উদ্যোগ নিলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। সমাজের বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তিগণ পৃথিবী থেকে চলে গেলেও তাঁদের কর্মগুণে আমরা তাঁদেরকে স্মরণ করি। সিলেট বিবেকের উদ্যোগে প্রয়াত গুণী ব্যক্তিদের স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।


মেয়র আরিফুল হক চৌধুরী শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক এর উদ্যোগে প্রয়াত বীথিকা দত্ত, জলধীর রঞ্জন চৌধুরী ও বীরেন্দ্র সূত্রধর এর কীর্তিময় স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।  


স্মৃতি চারণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।


সিলেট বিবেক এর সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সভাপতিত্বে এবং শীলা চৌধুরী ও শাশ^তী পাল সোমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর।


প্রয়াত তিনজনের জীবনী পাঠ করেন সীমান্ত দত্ত, জন্মেজয় চৌধুরী স¤্রাট, কুহেলী রায়। বক্তব্য রাখেন প্রয়াতদের পরিবারের পক্ষে জয়তী ঘোষ, শিখা চৌধুরী, ধীরেন্দ্র চন্দ্র সূত্রধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, এডভোকেট পি.কে রায়, সিলেট বিবেকের প্রধান সমন্বয়ক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, কার্যকরী সদস্য নিরেশ চন্দ্র দাস, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি, বাংলাদেশ ব্যাংকের অব. ডিজিএম প্রণব কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ, সংগঠনের সহ সভাপতি অধ্যাপক অরুণ চন্দ্র পাল, অধ্যাপক দেবাশীষ দেবনাথ, অধ্যাপক রজত কান্তি সোম মানস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সম্পাদক প্রদীপ দেব, অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, সংগঠনের কোষাধ্যক্ষ অধ্যাপক অনবীর রায়, সহ কোষাধ্যক্ষ এপেক্সিয়ান জি.ডি রুমু প্রমুখ।


অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি সুমন বনিক, স্বরচিত ছড়া পাঠ করেন রোটারিয়ান নিরঞ্জন চন্দ্র চন্দ, আবৃত্তি করেন সুকান্ত গুপ্ত।


অনুষ্ঠানে প্রয়াত সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ব্যাংকার আশিস কুমার রায়, সমাজসেবী বিমলেন্দু দে নান্টু, স্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় সিংহ মজুমদার, ডা. গোপাল শংকর দে, সাংবাদিক আজিজ আহমদ সেলিম ও নাট্য ব্যক্তিত্ব নিজাম উদ্দিন লস্কর ময়না প্রমুখ ব্যক্তিদের স্মরণ করা হয়।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net