সিলেটে একদিনে টিকা নিলেন ৭ হাজার ৯৪১ জন

সিলেট সান ডেস্ক:: || ২০২১-০২-২৫ ০৯:৪০:৪৮

image

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিলেন ৭ হাজার ৯৪১ জন। এছাড়া একই দিন ঢাকা বিভাগে ৬৩ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে সাত হাজার ২৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন, রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ১৮৬ জন এবং বরিশাল বিভাগে আট হাজার ৫১ জন টিকা নিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৪৮৯ জন ও নারী ৬৮ হাজার ৯৫০ জন।


মাত্র ২৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে। আর এখন পর্যন্ত টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৬৯৬ জনের।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় আট লাখ ৪৫ হাজার তিনজন, ময়মনসিংহে এক লাখ ২৬ হাজার ৬১৭ জন, চট্টগ্রামে ছয় লাখ ৩১ হাজার ৯৪ জন, রাজশাহীতে তিন লাখ ১৭ হাজার ৯৭৮ জন, রংপুরে দুই লাখ ৬৩ হাজার ৪৬৩ জন, খুলনায় তিন লাখ ৪৮ হাজার ৪৭৭ জন, বরিশালে এক লাখ ৩৭ হাজার ৫৬ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৮১ হাজার ২৫২ জন টিকা নেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net