ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সিলেট সান ডেস্ক:: || ২০২১-০২-২৪ ০০:২৭:৩৩

image

 

ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২০২২ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ চলছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোট চলবে বিকেল ৫ টা পর্যন্ত। একইভাবে বৃহস্পতিবারও (২৫ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ হবে। এরপর গণনা শেষে ফল ঘোষণা করা হবে।

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এশিয়ার বৃহত্তম এ বার সমিতিতে ২৫ হাজার ২০০ জন আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এ নির্বাচনে ১৭ হাজার ৫৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এ নিবাচনে সিনিয়র অ্যাডভোকেট ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য কাজ করছেন।

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু লড়ছেন।

বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোসলে উদ্দিন জসিম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট খোন্দকার মো. হযরত আলী।

সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে শ্রী প্রাণ নাথ, ট্রেজারার পদে একেএম আরিফুল ইসলাম কাওছার, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক পদে একেএম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এএম মনিরুজ্জামান তারেক, লাইব্রেরি সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে সাইলা পারভীন পিয়া, অফিস সম্পাদক পদে জাকির হোসেন লিংকন, ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে এএস ইমরুল কায়েশ।

সদস্য পদে রয়েছেন মো. বাহারুল ইসলাম বাহার, সুলতানা রাজিয়া রুমা ও এবিএম ফয়সাল সারোয়ার ও ইমতিয়াজ আহমেদ প্রিন্স, নতুন প্রার্থী গোলাম ইমন হোসেন, জুয়েল চন্দ্র মাদক, মো. আহসান হাবিব, মো. মহিদ উদ্দিন মহিন, মো. জাকির হোসেন, সাজিদা সুলতানা পম্পি ও সুলতানা রোজারিও।

নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে গত বারের পরাজিত প্রার্থী কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে গত বারের পরাজিত প্রার্থী মো. আনিসুর রহমান আনিস, কোষাধ্যক্ষ পদে নতুন প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নতুন প্রার্থী মো. আবুল কালাম আজদ, সহ-সাধারণ সম্পাদক পদে নতুন প্রার্থী মোহাম্মাদ আনিসুজ্জমান আনিস, লাইব্রেরী সম্পাদক পদে গত বারের পরাজিত প্রার্থী মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে গত বারের পরাজিত প্রার্থী হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে নতুন প্রার্থী নারগিস পারভীন আলিজা, ক্রীড়া সম্পাদক পদে নতুন প্রার্থী মো. নাসির উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক পদে নতুন প্রার্থী মো. মিজানুর রহমান মিজান।

নীল প্যানেলের সদস্য পদে রয়েছেন মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), এমআরকে রাসেল, মো. হোসনী মোবারক ও বাবুল আক্তার বাবু, নতুন প্রার্থী মো. সোহাগ হাসান রনি,  মো. রাশেদ তপন, মোসা. তাসলিমা আক্তার, মো. ইয়াকুব আলী, রেজাউল ইসলাম, এসএম কবিরুজ্জামান ও দেওয়ান ইমদাদুল আলম ইমন।

উল্লেখ্য, ২০২০-২০২১ কার্যবর্ষের নির্বাচনে ২৩টি পদের মধ্যে নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এবং সাদা প্যানেল ৬টি সম্পাদকীয় পদসহ ১৩টি পদে জয়লাভ করে।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net