ই-জিপির উন্নয়নে ৩৪০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

সিলেট সান ডেস্ক:: || ২০২১-০২-০৭ ১৩:৩১:৩৭

image

ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সক্ষমতা ও পরিসর বাড়াতে বাংলাদেশকে ৩৪০ কোটি টাকা (৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় জানিয়েছে, শনিবার (৬ ফেব্রুয়ারি) এ ঋণ অনুদান দেয়া হয়েছে।

তারা বলছে, ‘ডিজিটালাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণ অনুমোদন দেয়া হয়েছে। এই ঋণ সরকারি কেনাকাটায় ই-জিপির ব্যবহার প্রসারিত করতে সহযোগিতা করবে।

এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘সরকারি কেনাকাটায় বাংলাদেশে পদ্ধতিগত উন্নয়ন হয়েছে। করোনা মহামারির সময় পুরো দেশের উন্নয়নকাজ চলমান রাখতে ই-জিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ঋণ সহায়তা ই-জিপির শতভাগ ব্যবহার নিশ্চিত করবে। পাশাপাশি ই-জিপির উন্নয়নের মাধ্যমে কাজের গুণগত মান ঠিক রাখা ও যথাসময়ে সম্পন্ন করার বিষয়টিও নিশ্চিত করবে।’

প্রকল্পটির বিশ্বব্যাংকের টিম লিডার ইশতিয়াক সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ‘সরকারি কেনাকাটার আধুনিকায়ন সরকারি ও বেসরকারি খাতের গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। এই আধুনিকায়নে সক্ষমতা বেড়েছে, স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ব্যবসা সহজ হয়েছে।’

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net