শুক্রবার শমশেরনগর আলট্রা ট্রেইল ম্যারাথন

কমলগঞ্জ প্রতিনিধি:: || ২০২১-০১-২৮ ০৫:৩৯:২৮

image

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে শুক্রবার (২৯ জাুনয়ারি) অনুষ্ঠিত হচ্ছে প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন। ইতিমধ্যেই আয়োজকরা সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এ মেরাথনে অংশ নিচ্ছে ১৭টি দেশের ৩০জন রানারসহ। বিটিআরএ(বাংলাদেশ ট্রেইল রানিং এসোসিয়েশন)এর সদস্য শমশেরনগর রানার্স কমিউনিটি (এসএনআরসি) ও আয়োজনে ম্যারাথন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে থেকে অংশগ্রহনকারী রানারদের একটি অংশ শমশেরনগরে আসতে শুরু করে উদ্বোধনী স্থলে টাবু গেড়েছেন।


নবিল শমশেরী বলেন, ৩টি ধাপে যথাক্রমে ১০ কি.মি, ২১.১ কি.মি. ও ৫০ কি.মি. দূরত্বের প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত হবে। ভোর সাড়ে ৫টায় অংশ গ্রহনকারী রানাররা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে এসে রিপোর্ট করবেন। ভোর সাড়ে ৫টায় প্রথমে শুরু হবে ৫০ কি.মি দূরত্বেও রানিং।

ভোর ৬টায় শুরু হবে ২১দশমিক ১ কি.মি. দূরত্বের রানিং। ভোর সাড়ে ৬টায় সব শেষে শুরু হবে  ১০ কি.মি. দূরত্বের রানিং। রানাররা ট্রেইল রান করে আবার শমশেরনগর চা বাগান মাঠে শেষ করবে। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। নবিল শমশেরী আর ও বলেন, প্রথমবারের মত অনুষ্ঠিত ট্রেইল ম্যারাথনে ভারত, শ্রীলঙ্কা, ভুটান, জার্মানীসহ ১৭টি দেশের ৩০ জনসহ বাংলাদেশের নারী-পুরুষ সমন্বয়ে ৭ শতাধিক রানার ইতিমধ্যেই নিবন্ধন সম্পন্ন করে অংশ নিচ্ছেন।

দেশী-বিদেশী রানারদের অংশ গ্রহনে অনুষ্ঠিতব্য আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ গ্রহনকারীদের নিরাপত্তা, স্বাস্থ্য সেবা দেখাশুনা সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় মেডিক্যাল দলের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদের দলও সার্বক্ষনিক দায়িত্ব পালণ করবে।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net