বঙ্গবীর ওসমানী মৃত্যুবার্ষিকী সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা

সিলেট সান ডেস্ক:: || ২০২১-০১-২৮ ০৫:৩৪:০৮

image

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, বাংলার গর্ব ও  অহংকার বঙ্গবীর জেনারেল এম.এজি ওসমানীর ৩৭ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় ২য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ওসমানীর উপর রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং ম্যাগাজিন প্রকাশের সিদ্বান্ত গৃহীত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সামসুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি রোটারিয়ান আসাদুজ্জামান, মো. বেলাল উদ্দিন, সুরঞ্জিত বর্মন, ডা. কানু দত্ত সেনাপতি, এডভোকেট সুদীপ বৈধ্য, মো. আনোয়ার হোসেন, মধু মিয়া যুগ্ম সম্পাদক পদে এডভোকেট মো. সাজ্জাদুর রহমান, মো. বশির আহমদ, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ইমতিয়ার হোসেন আরাফাত, আফতাবুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আলী হোসেন আলিম, হোসেন মোহাম্মদ রাজন, তুহিন চৌধুরী, মামুন চৌধুরী, ইউসুফ সেলু, প্রভাষক ফজলে রাব্বি, আকলাক হোসেন, ভুলন পাল, আলী আহসান হাবিব, সাংবাদিক  খালেদ মিয়া প্রমুখ। আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। রচনা প্রতিযোগিতা অংশ গ্রহণকারী দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীগণকে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নিজ হাতে রচনা লিখে ফেনী দাওয়া খানা ইদ্রিছ মার্কেট নিচতলা জিন্দাবাজার সিলেট জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net