সাজঘরে সাকিব

স্পোর্টস ডেস্ক: || ২০২১-০১-২৫ ০৮:০৮:২৮

image

কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। ২৯.৫ ওভারে বল ডেলিভারি দিয়েই কুঁচকিতে চোট পান সাকিব। সঙ্গে সঙ্গে সাইডবেঞ্চে বসে থাকা ফিজিও মাঠে গিয়ে শুশ্রূষা দেন সাকিবকে। কিন্তু বেশি ব্যথা অনুভব করায় চোট নিয়েই মাঠ ছাড়েন সাকিব। ৩০তম ওভারের শেষ বলটি করেন সৌম্য সরকার।

 

ব্যাট হাতে ৮১ বল খেলে ৫১ রান করেন সাকিব আল হাসান। এই রান করার মধ্য দিয়ে দেশের মাঠে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রান ও ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

 

সোমবার সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ (৬৪*), মুশফিকুর রহিম (৬৪), তামিম ইকবাল (৬৪) ও সাকিব আল হাসানের (৫১) ফিফটিতে ভর করে ২৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

 

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে উইকেট হারায় উইন্ডিজ। সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশ দলকে ব্রেক থ্রু উপহার দেন মোস্তাফিজুর রহমান। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন কেজর্ন ওটলি।

 

এর আগে প্রথম দুই ম্যাচে দলীয় ৯ ও ১০ রানে ক্যারিবীয় ওপেনার সুনীল অ্যামব্রিসকে ফেরান মুশফিক।

 

এরপর দলীয় ৩০ রানে উইন্ডিজ শিবিরে ফের আঘাত হানেন কাটার মাস্টার। তার দ্বিতীয় শিকারে পরিণত হন সুনীল অ্যামব্রিস। আগের ম্যাচে মোস্তাফিজের শিকারে পরিণত হওয়ার আগে ৭ ও ৬ রানে আউট হওয়া এই ওপেনার এদিন ফেরেন ১৩ রানে।

 

৩০ রানে দুই ওপেনারের উইকেট হারানো উইন্ডিজ খেলায় ফেরার আগেই হারায় তৃতীয় উইকেট। দলীয় ৪৮ রানে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন কাইল মায়ার্স (১১)।

 

এরপর ৪৬ রানের ব্যবধানে ২ উইকেট হারায় উইন্ডিজ।  দলীয় ৭৯ রানে আউট হন অধিনায়ক জেসন মোহাম্মদ। তার আগে ৩৬ বল খেলে করেন ১৭ রান। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন এনকেরুমা বোর্ন। ৬৬ বলে ৩১ রান করা এই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন।

 

এমআরএম

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net