স্থায়ী ভবন পাচ্ছে শায়েস্তাগঞ্জ থানা

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা: || ২০২১-০১-১৯ ১২:৩০:৪০

image

দীর্ঘ ২০ বছর ধরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার কার্যক্রম চলে আসছে ভাড়া করা একটি ভবনে। অবশেষে এই অস্থায়ী ঠিকানার অবসান হতে যাচ্ছে। শায়েস্তাগঞ্জ থানা নতুন ও স্থায়ী ভবনে স্থানান্তরিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

 

দীর্ঘদিন ভাড়া ভবনে কার্যক্রম চলায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে নানা প্রতিকূলতা কাটিয়ে ২০১৭ সালে শায়েস্তাগঞ্জের বড়চর মৌজায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ১০০ শতক জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃত ওই জমিতে ভবন নির্মাণের কাজ এখন শেষ পর্যায়ে। আসছে ফেব্রুয়ারি মাসে উদ্বোধন করা হতে পারে শায়েস্তাগঞ্জ থানার নিজস্ব ভবন।

 

জানা যায়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে হবিগঞ্জের কৃতী সন্তান শাহ এ এম এস কিবরিয়া টেকনোকেট কোটায় অর্থমন্ত্রী হন। অর্থমন্ত্রী হয়ে তখনকার সময়ে হবিগঞ্জে অনেক উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেন তিনি। এর অংশ হিসেবে ২০০১ সালে প্রতিষ্ঠা করেছিলেন শায়েস্তাগঞ্জ থানা। প্রতিষ্ঠার পর শহরের উদয়ন আবাসিক এলাকায় প্রথমে একটি বাসা ভাড়া নিয়ে থানার কার্যক্রম শুরু হয়। পরে সেখানে স্থান সংকুলান না হওয়ায় একই এলাকার আরেকটি বাসায় কার্যালয় স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত ওই ভাড়া বাসাতেই চলছে থানার কার্যক্রম। ধীরে ধীরে লোকবলও বেড়েছে থানার। ওসিসহ ৫৮ জন পুলিশ রয়েছেন থানায়। থাকা, খাওয়াসহ নানা সমস্যায় জর্জরিত পুলিশ সদস্যরা। কিন্তু এখন সবাই আশার আলো দেখছেন নতুন ভবনকে ঘিরে। দীর্ঘদিনের কষ্ট লাঘব হচ্ছে আগামী মাসেই। নতুন ভবনের কাজ ইতোমধ্যে প্রায় ৯৫ ভাগ শেষ। থানার ভবনের সীমানা প্রাচীর ও আর ঘষা-মাজার কাজ বাকি রয়েছে কেবল। অন্যান্য কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, 'প্রতিষ্ঠার পর থেকে এ থানার কার্যক্রম চলে আসছে ভাড়া করা বাসায়। খুব কষ্টে থাকা ও খাওয়া লাগে। এ বাসায় স্থান সংকুলান হয় না।  নতুন ভবনের কাজ একেবারেই শেষ পর্যায়ে। হয়তো আগামী মাসেই উঠতে পারব নতুন ভবনে। দীর্ঘ ২০ বছর পর ভবন পাচ্ছে পুলিশ। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে। পুলিশের দুঃখ-দুর্দশা লাঘবে তারা নতুন ভবন বরাদ্দ দিয়েছেন।'

 

এমআরএম 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net