দেশীয় বাজারে ভারতীয় কমলা : ক্ষতির আশঙ্কায় চাষীরা

মৌলভীবাজার সংবাদদাতা:: || ২০২১-০১-১৭ ০০:১৮:২০

image

মৌলভীবাজারের বিভিন্ন পাহাড়-টিলার বুকে সারি সারি কমলা লেবুর বাগান। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া দুটোই কমলা চাষের উপযোগী হওয়ায় জেলার বড়লেখা, জুড়ী, শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলাসহ বিভিন্ন উপজেলার পাহাড়-টিলার বুকে বাণিজ্যিকভাবে কমলার চাষ করা হচ্ছে। এরমধ্যে সবচেয়ে বেশি জুড়ী উপজেলায়।


জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের রূপাছড়া, লালছড়া, হায়াছড়া, শুকনাছড়া, কচুরগুলসহ পাহাড়ি এলাকায় চাষ হয় কমলা। দেশজুড়ে এই এলাকার কমলার বেশ সুনামও রয়েছে।


তবে এবারে গাছে ফুল আসার শুরু থেকেই প্রচণ্ড খরা ও অতিবৃষ্টির কবলে পড়ে কমলা বাগান। এতে কমলার প্রত্যাশিত ফলন পাওয়া যায়নি। অপরদিকেম পোকার আক্রমণ ও অসময়ে বৃষ্টিপাতে গাছ থেকে ঝরে পড়ছে কমলা। সেই সঙ্গে দেশি কমলা বাজারজাতের আগেভাগেই ভারতীয় কমলা স্থানীয় বাজারে চলে এসেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

মৌলভীবাজার কৃষি সম্প্রপ্রসারণ অধিদপ্তর সূত্র জানায়,  জেলায় ১৪২ হেক্টর জমিতে ১৯৩টি কমলাবাগান আছে। সবচেয়ে বেশি ৯১ হেক্টর জমিতে কমলা চাষ হয় জুড়ী উপজেলায়। বড়লেখায় ২৫ হেক্টর, কুলাউড়ায় ১৭ হেক্টর, সদরে ১ দশমিক ৫, শ্রীমঙ্গলে ৬, কমলগঞ্জে ১ ও রাজনগরে ০ দশমিক ৫০ হেক্টর জমিতে কমলা চাষ হয়। বিক্রির জন্য বাগান থেকে পাকা কমলা সংগ্রহ করে কমলা ঢাকা, ভৈরব, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়

চাষিরা জানান, জুড়ীতে মূলত দুই ধরনের কমলার চাষ হয়। নাগপুরী ও খাসি। এখানে খাসি কমলার চাষ বেশি হয়। নাগপুরী কমলাগুলো আকারে বড়, খাসি তুলনামূলক ছোট। কিন্তু দেশি কমলা বাজারজাত করার আগেই ভারতীয় কমলা বাজারে চলে আসে। এতে তারা সঠিক দামে কমলা বিক্রি করতে পারেন না।

স্থানীয় কমলা চাষিরা জানান, ‘আমাদের এই কমলা দিয়েই দেশের চাহিদা মেটানো সম্ভব। তাই ভারতীয় কমলা আমদানি বন্ধ করতে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। কমলা আমদানি বন্ধ করতে পারলে এদেশের কমলা চাষিরা ভালো লাভ করতে পারবেন। এবং কমলা চাষে তারা আরও আগ্রহী হবেন।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী গণমাধ্যমকে জানান, দেশে কমলা সংগ্রহের আগেই ভারতীয় কমলা বাজারে চলে আসে। ওদের কমলাটা আরেকটু আগাম। সেজন্য বেশ মুনাফার পাওয়ার জন্য আমাদের দেশের চাষিরা কাচা থাকতে কমলা তুলে একটু আগে বিক্রি করে দেয় । সেজন্য অনেকের কাছে কমলাগুলো টক মনে হয়। কিন্তু দেশীয় কমলা স্বাস্থ‌্যের জন‌্য ভালো।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net