গোয়াইনঘাটে গাঁজা ও নগদ টাকাসহ আটক ৩

গোয়াইনঘাট প্রতিনিধি: || ২০২১-০১-১৬ ১২:১২:২৮

image

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ তিন জনকে আটক করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি)  বেলা ১১টার দিকে উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের বাঘের সড়ক (লাতু গ্রাম) এলাকা থেকে ১০ কেজি গাঁজা এবং নগদ ৫০ হাজার টাকাসহ তাদের আটক করে পুলিশ।

 

আটককৃতরা হলেন, উপজেলার লাফনাউট গ্রামের মহিবুল হকে’র ছেলে সালেহ আহমদ (৩০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর গ্রামের অদু মিয়ার ছেলে মক্তার মিয়া (২৫) এবং হবিগঞ্জের কালিকাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে হানিফ মোহাম্মদ রণী (২৮)।

 

পুলিশ সুত্রে জানা যায়, বাঘের সড়ক এলাকার লাতুগ্রাম হয়ে মাদকের একটি বড় চালান সিলেট জেলা সদরের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই মতিউর রহমান ও এএসআই সালাহ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযানে যায়। এ সময় থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা সটকে পড়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় এলাকাবাসীর সোচ্চার ভূমিকা এবং সহায়তার কারণে পুলিশ ওই মাদক কারবারিদের  আটক করতে সক্ষম হয়। আটকের পর তল্লাশি চালিয়ে  তাদের কাছে থাকা ১০ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির আরও ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

 

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, ২০২১সালে মাদক মুক্ত গোয়াইনঘাট উপজেলা বিনির্মাণের লক্ষ্য থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন উদ্যমে কাজ করার প্রতিশ্রুতি হিসেবে পুলিশ ১০কেজি গাঁজাসহ তিন জনকে আট করতে সক্ষম হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ প্রবনতা দূরীকরণে থানা পুলিশের এ অভিযানের ধারা অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত হওয়ার কারণে মানুষ আজ যেকোন অপরাধ প্রবনতা রুখতে পুলিশকে সহায়তায় এগিয়ে আসছে। যার ফলশ্রুতিতে স্থানীয় এলাকাবাসীর জোড়ালো ভূমিকার কারণে আজ প্রায় এক লাখ টাকা সমমূল্যের গাঁজা এবং নগদ পঞ্চাশ হাজার টাকাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এ জন্য তিনি সিলেটের সু-যোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এবং সিলেটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) মো. নজরুল ইসলামের পক্ষ থেকে এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

 

জেএইচ/এমআরএম 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net