সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন : ফের সভাপতি ফয়েজ, ড্র'তে আটকে গেল সম্পাদকের পদ

স্টাফ রিপোর্ট:: || ২০২১-০১-১৪ ২৩:৫৯:২৮

image

সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২১ ইং সনের নির্বাচন সম্পন্ন । বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত সমিতির ০২ নম্বর বার হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ চলে।

সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ০১ হাজার ০৬ শত ১০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩ শত ৪৬ জন ভোটার  ভোট প্রদান করেন। এবছর ২৬টি পদের বিপরীতে  প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন প্রার্থী। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এমদাদুর রহমান ও সহ নির্বাচন কমিশনার লিয়াকত আলী ও জয় জিত আচার্য। রাত ৮ টায় ভোট গননা শুরু হয়ে ভোর ৪ টায় ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে এ টি এম ফয়েজ উদ্দিন – ৮৭১ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হন। নিকট তম প্রতিদ্বন্দ্বী সারোয়ার আহমেদ চৌধুরী আবদাল-  পান ৪৩৩ ভোট। সহ সভাপতি (১) পদে এ কে এম ফখরুল-ইসলাম ৬৪০ ভোট পেয়ে বিজয়ী হন। নিকট তম প্রতিদ্বন্দ্বী এখলাসুর রহমান- পান ৫৬৪ ভোট। সহ সভাপতি (২) পদে পান্না লাল দাস- ৪৪৪ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাদিয়া চৌধুরী মুন্নি-৩৪৯ ভোট, সৈয়দ ফেরদৌস আহমদ -২২৯ ভোট এবং মোহাম্মদ আব্দুল হান্নান- ১৫৪ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান-৬২৭ভোট, ফজলুল হক সেলিম- ৬২৭ ভোট পেলে ফলাফল ড্র হয়েছে এবং দিলোয়ার হোসেন দিলু- ৭৩ ভোট, সুলতানা রাজিয়া ডলি- ৭ ভোট পান। প্রথম দুই প্রার্থীর ভোট সমান হওয়ার কারণে বিজয়ী ঘোষণা করা হয় নি ফলাফল স্থগিত রাখা হয়েছে । যুগ্ম সম্পাদক(১) পদে শিব্বির আহমদ বাবলু- ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকট তম প্রতিদ্বন্দ্বী খালেদ আহমেদ জুবায়ের-৩৬৮ ভোট, বিজিত লাল তালুকদার -৩৬৪ ভোট এবং আজাদ আহমেদ- ১১৩ ভোট পান। যুগ্ম সম্পাদক(২) পদে মোমিনুর রহমান টিটু- ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকট তম প্রতিদ্বন্দ্বি বিদ্যুত কুমার দাস বাপন- ২৯৫ ভোট,কামরুল হাসান -১৭২ ভোট এবং সৈয়দ শাহজাহান- ৯২ পান ভোট।

সমাজ বিষয়ক সম্পাদক পদে আজিম উদ্দিন- ৫২১ ভোট পেয়ে বিজয়ী হন। নিকট তম প্রতিদ্বন্দ্বী সুহেল মিয়া- ৪০৩ ভোট এবং সেলিম মিয়া- ৩৫৩ ভোট পান। সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে মো. মকসুদ আহমদ- ৫৩১ ভোট পেয়ে বিজয়ী হন এবং নিকট তম প্রতিদ্বন্দ্বি সালেক আহমদ পান- ৪৮১ ভোট। লাইব্রেরি সম্পাদক পদে আব্দুল মুকিত অপি- ৫৬৪ভোট পেয়ে বিজয়ী হন। রাসেল খান- ৪৬৭ ভোট ও ঝর্ণা বেগম- ২৬৭ পান।

প্রধান নির্বাচন কমিশনার পদে মো. আলীম উদ্দিন- ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকট তম প্রতিদ্বন্দ্বি আখতার উদ্দিন টিটু- ৩৬৭ ভোট এবং  সুজিত কুমার বৈদ্য- ৩৩৪ ভোট পান। সহকারী নির্বাচন কমিশনার পদে মইনুল হক- ৭৩৭ ভোট ও মইনুল ইসলাম- ৬৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকট তম প্রতিদ্বন্দ্বি সজল চন্দ্র পাল- পান ৪২১ ভোট। সহ-সম্পাদক পদে কবির আহমদ- ৮৫৯ ভোট পেয়ে, কাওসার আহমদ- ৮০২ভোট পেয়ে এবং মোবারক হোসাইন- ৬৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বিত জাকির হোসেন- ৪৫৫ ভোট, এস কে পাল- ৩৭৯ ভোট ও সাদিদুর রহমান রিপন- ২০৪ ভোট পান।

উক্ত সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, মোহাম্মদ লালা, এ কে এম শমিউল আলম, সিলেট জেলা ও দায়রা জজ্ কোর্টের পিপি নিজাম উদ্দিনসহ সিলেট জেলা বারের সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ।।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net