ভোট গ্রহণ নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় ছাতকের সাধারণ ভোটাররা

শাহ্ মো.আখতারুজ্জামান: || ২০২১-০১-১৪ ০৯:৪৮:৩৫

image

শনিবার ছাতক পৌরসভা নির্বাচন। আগামী নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা শেষ। তবে নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন। এবারের পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর পক্ষে দলীয় একাধিক পথ সভা ও শোডাউন করেছেন বিভিন্ন ওয়ার্ডে। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরীকে (নৌকা) প্রতীকে পূনরায় নির্বাচিত করতে দিয়েছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। আর বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী রাশিদা বেগম ন্যান্সি (ধানের শীষ) প্রতীকে পরিচ্ছন্ন ও উন্নতি পৌরসভা গড়ে তুলে ধরেছেন তার পরিকল্পনায়।

 

এবারের পৌরসভা নির্বাচনে শেষ মুহুর্তে কালাম-ন্যান্সির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটাই ধারনা করছেন পৌরসভার সাধারন ভোটারগন। তবে ভোটের আগেই পৌরসভা বিভিন্ন স্থানে কয়েকটি অনাকাংখিত ঘটনায় ভোটারগন সুষ্ট ও শান্তিপূর্ণ ভোট গ্রহন নিয়ে উদ্বেগ-উৎকন্ঠা প্রকাশ করেছেন।

 

ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী ৪র্থ বারের মতো নির্বাচন করেছেন। পর পর তিনবার মেয়র পদে নির্বাচন করে এরই মধ্যে হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন। ছাতকে আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীন কোন্দল অনেক পূরনো বিষয় হলেও এবারের পৌরসভা নির্বাচনী প্রচার-প্রচারনায় আওয়ামী লীগের দু’পক্ষই একযোগে নৌকার পক্ষে কাজ করছেন।

 

সম্প্রতি সরকার দলীয় এমপি মুহিবুর রহমান মানিক সাংবাদিকদের বলেছেন, পৌরসভা নির্বাচন নিয়ে নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেছেন।

 

এদিকে, বিএনপি'র মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি এবারই প্রথম নির্বাচনে ভোট যুদ্ধে লড়ছেন। তবে তিনি এর আগে ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বলেই তাকে এবার দলীয় মনোনয়ন দিতে তেমন বেগ পেতে হয়নি বিএনপির দলীয় হাইকমান্ড। আওয়ামী লীগের মতো বিএনপিতেও দুটি পক্ষের মধ্যে কিছুটা বিরোধ থাকলেও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মিলন-মিজান গ্রুপ এক সাথেই দলীয় প্রার্থীর পক্ষে মাঠে থাকায় নির্বাচনী প্রচারনায় একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাঐক্যবদ্ধ ভাবেই প্রচারনায় রয়েছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটাররা জানান, এবারের পৌরসভা নির্বাচনের পরিবেশ অন্য বছরের তুলনায় অনেকটাই ভিন্ন বলা যায়। কেউ বলছেন পৌরসভার উন্নিয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মেয়র আবুল কালাম চৌধুরীর বিকল্প নেই।

 

আবার কেউ বলছেন, মেয়র পদে পরিবর্তনের এখনই সময়। এটি স্থানীয় নির্বাচন বলেই অনেকেই দল নয় প্রার্থীর ভালো-মন্দ দিক বিবেচনা করেই নিজের ভোট প্রদান করবেন।

 

এবারে ছাতক পৌরসভা নির্বাচনে আ’লীগ-বিএনপি’র দুই মেয়র প্রার্থী ছাড়াও মোট ৩৩ জনসাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর ভোট যুদ্ধের অংশ নিয়েছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৩০ হাজার ২৮০ জন।

 

এজে/এমআরএম 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net