সারা দেশে বাড়বে শীত : সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর

সিলেট সান ডেস্ক:: || ২০২১-০১-১৪ ০৪:২৮:১০

image

সারাদেশে বাড়বে শীত এবং এটি অব্যাহত থাকতে পারে। আগামী তিন দিনে আবহাওয়া একইরকম থাকবে। এর উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই।

বৃহস্পতিবার রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা ও নওগাঁ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস এমন খবর দিয়েছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি দেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় ভোর ৬ টা ৪৩ মিনিটে।

এদিকে, সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net