চীনে স্বর্ণ খনিতে বিস্ফোরণ, আটকা পড়েছেন ২২ কর্মী

আন্তর্জাতিক ডেস্ক: || ২০২১-০১-১২ ১৪:৫৬:৪১

image

চীনের একটি স্বর্ণ খনিতে বিস্ফোরণের ঘটনায় ২২ কর্মী ভেতরে আটকা পড়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সেখানে উদ্ধারকারী দল পাঠিয়েছে। তবে তারা এখনো জীবিত আছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার এ খরব জানিয়েছে সিনহুয়া এজেন্সি।

 

গত রোববার দুপুর ২টার দিকে পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের শিচেং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

বিস্ফোরণের সময় খনির ভেতরের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এ কারণে উদ্ধারকারী দল এখনো আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ফলে ওই শ্রমিকদের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ।

 

মূলত দুর্বল নিরাপত্তা ও আইন ব্যবস্থার কারণে চীনে প্রায় খনি দুর্ঘটনা ঘটে থাকে। গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং নগরীতে একটি খনিতে আটকা পড়ার পর ২৩ শ্রমিক প্রাণ হারান।

 

এমআরএম 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net