ট্রাম্পের অর্থদাতা সেই ক্যাসিনো সম্রাট আর নেই

আন্তর্জাতিক ডেস্ক: || ২০২১-০১-১২ ১২:৫৮:৩৪

image

জুয়ার সম্রাট শেলডন অ্যাডেলসন মারা গেছেন। ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে  মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

 

জানা যায়, লাস ভেগাস, ম্যাকাও আর সিঙ্গাপুরে তার জুয়ার ব্যবসা জমজমাট। অর্থের জোগান দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো বিশ্ব নেতাদের।

 

লাস ভেগাস স্যান্ডস কোম্পানির প্রতিষ্ঠাতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকেও। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে শেলডন অ্যাডেলসনের।

 

তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জজ ডব্লিউ বুশ। তিনি বলেন, ‘একজন বন্ধুর মৃত্যুতে তিনি শোকাহত।’

 

শোক জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘শেলডন অ্যাডেলসনের মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে। তিনি আমাদের অসাধারণ এক বন্ধু ছিলেন।’

 

শেলডন অ্যাডেলসনের মালিকানাধীন লাস ভেগাস স্যান্ডসই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্যাসিনো। ফোর্বসে প্রকাশিত তথ্যানুযায়ী, তার সম্পদের পরিমাণ প্রায় ৩ লাখ ৩৩ হাজার কোটি টাকা। তিনি ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য ৪১ কোটি ৫০ লাখ টাকার অনুদান দিয়েছিলেন।

 

এমআরএম 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net