আ'লীগ প্রার্থীর পথসভায় ককটেল বিস্ফোরণ: সাবেক এমপি সুজাত মিয়া প্রধান আসামী

নবীগঞ্জ প্রতিনিধি : || ২০২১-০১-১১ ১০:৩৪:৫০

image

নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে পথসভা শেষে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাতেই মকবুল হোসেন চৌধুরী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে।

 

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে গত রোববার বিকালে শহরের নতুনবাজার এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল। এতে প্রায় সহস্রাধিক লোকের সমাগম ঘটে। বক্তব্য শেষে প্রধান অতিথি সভাস্থল ত্যাগ করার পরই নতুনবাজার গোল চত্বর মোড়ে বিকট আওয়াজে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করেন।

 

খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ককটেল বিস্ফোরণে ৩ জন পথচারী আহত হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

 

আহতরা হলেন- পৌর এলাকার সালামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে নজির মিয়া (৩৬), ভানুদেভ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শিপন আহমদ (২২), প্রজাতপুর গ্রামের হুসেইন মিয়ার ছেলে তারেক আহমদ (২৪)।

 

এ ঘটনায় রাতেই নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার বাদী হয়ে সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জন আসামি করে নবীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অপর আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনে কোনো অপশক্তি প্রভাবিত করতে পারবে না।

 

এমআরএম 

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net