গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে গণযোগদান কর্মসূচী পালিত

সিলেট সান ডেস্ক... || ২০২৪-১০-২৭ ০৫:৩২:৩৮

image

গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দুই দিন ব্যাপি গণযোগদান কর্মসূচী পালিত হয়েছে 

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে  গণঅধিকারপরিষদ সিলেট জেলা আয়োজিত নগরীর কোর্ট পয়েন্টে গত কাল ২৬ অক্টোবর সকাল থেকে এ কর্মসূচী শুরু হয়। আজ (২৭ অক্টোবর ) বিকাল পর্য্ন্ত চলবে গণযোগদান  কার্য্ক্রম ।

 গণতন্ত্র ,ন্যায়বিচার ,অধিকার ও জাতীয় স্বার্থ  এই মূলমন্ত্রে উজ্জিবিত হয়ে ''জনতার অধিকার,আমাদের অঙ্গিকার'' এই স্লোগান কে সামনে রেখে, সারাদেশে গণঅধিকার পরিষদ (জিওপি) ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে।

ভিপি নূরের  নেতৃত্বাধীন দলটি তাদের কেন্দ্র ঘোষিত  ২১ দফা কর্মসূচী বাস্তবায়ন করার পাশাপাশি সংগঠনের কার্য্ক্রম আরো শক্তিশালী  ও গতিশীল করার লক্ষ্য নিয়ে কাজ করছে। 

সারাদেশের ন্যায় সিলেটেও ছাত্র অধিকার, যুবঅধিকার ,শ্রমীক অধিকার,পেশাজীবি অধিকার, আইনজীবি অধিকার,প্রবাসী অধিকার ও নারী অধিকার সহ গনঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটে নতুন সদস্য অর্ন্তভুক্তি চলছে। গতকাল থেকে আজ বিকাল পর্য্ন্ত তিন হাজারের বেশি নতুন সদস্য যোগদান করেছেন। তাদের মধ্যে প্রায় ১০ শতাংশ নারী সদস্য রয়েছেন বলে জানিয়েছেন -জেলা যুব পরিষদের সাধারণ সম্পাদক শাহিন মির্জা।

তিনি আরো বলেন-দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণঅধিকার পরিষদ সারাদেশে কাজ করছে। নতুন রাজনৈতিক দল হিসাবে ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন থেকে নির্বাচনী প্রতিক ট্রাক হিসাবে  অনুমোদন পেয়েছি ।

আগামী  জাতীয় নির্বাচন কে সামনে রেখে সারাদেশে আমরা দল গোছানোর কাজ করছি। আমাদের  মূল উদ্দ্যেশ্য হল সকল শ্রেণীর সকল মানুষের গণতন্ত্র, ন্যায়বিচার,অধিকার ও জাতীয় সকল স্বার্থের সুরক্ষা নিশ্চিত করা।

 

 কেন্দ্রিয় সহ- সভাপতি নাজমুস সাকিব সিলেট বিভাগের সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করছেন। মহানগর কমিটি গঠনের কাজ চলছে। গনঅধিকার পরিষদ সিলেট জেলার সভাপতি নাঈম লস্কর ও  সাধারন সম্পাদক হিসাবে আব্দুল্লা আল মামুন সুজন  দায়িত্ব পালন করছেন।এছাড়াও বিভিন্ন ইউনিট কমিটিও প্রায় গঠন করা হয়ে গেছে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net