সিলেটে গুলিবিদ্ধ রাইয়্যান-কে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠালো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্ট:: || ২০২৪-০৮-১৭ ১২:০৫:১৯

image

গত ৫ আগস্ট সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার সামনে পুলিশের গুলিতে আহত হন সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাইয়্যান আহমদ (১৬)।

 

তিনি গত ৫ আগস্ট থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞান অবস্থায় নিবিড় পরিচর্যা বিভাগ(আইসিইউ)-তে চিকিৎসাধীন ছিলেন।

 

শনিবার (৫ আগস্ট) তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতৃবৃন্দ তাদের নিজ খরছে ঢাকায় প্রেরণ করেছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম ।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, তাঁদের খোঁজ খবর নেয়া ও উন্নত চিকিৎসার জন্য আর্থিকসহ সার্বিক সহযোগিতার জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তাই আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও ছাত্রদের উপর নির্যাতনকারিদের শাস্তি নিশ্চিতের জন্য কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিট। এরই ধারাবাহিকতায় পুলিশের গুলিতে আহত রাইয়্যান-কে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে সম্পূর্ণ খরচ বহন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন । এখানে অন্য কেউ খরচ বহন করছেন বললে তা মিথ্যা ও প্রোপাগান্ডা।

 

দক্ষিণ সুরমা থানা পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী রাইয়্যানের মা জানান, তার ছেলে আজ ১৩ দিন যাবৎ আইসিইউতে। এখনো জ্ঞান ফিরেনি। আজ তাকে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের নিজ খরচে এয়ার অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন এবং তারা সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করবেন বলে জানিয়েছেন। তিনি তার ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং যে সকল পুলিশ তার ছেলেকে গুলি করেছে তাদের শাস্তি দাবি করেন।

 

সূত্র জানায়, গত ৫ আগস্ট মিছিল নিয়ে ছাত্র-জনতা সিলেটের দক্ষিণ সুরমা থানার সামনে গেলে পুলিশ মিছিল লক্ষ করে গুলি ছুড়ে। এসময় পুলিশের গুলিতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ডালিপাড়া গ্রামের নানু মিয়ার ছেলে রাইয়্যান(১৬) মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কিন্তু এই ১৩ দিনেও জ্ঞান ফিরেনি তার। শেষ পর্যন্ত উন্নতি চিকিৎসার জন্য শনিবার সকালে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতৃবৃন্দ । বর্তমানে রাইয়্যান ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net