নানা আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

স্টাফ রিপোর্ট :: || ২০২৪-০৭-০৭ ১৫:২১:০৮

image

ধর্মীয় আলোচনা, উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে সিলেটে।

প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার। দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজন।

বিকালে বর্ণাঢ্য সাজে তিনটি বড় রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বের হয় শোভাযাত্রা। নগরীর বিভিন্ন মন্দির থেকে উল্লেখযোগ্য সংখ্যক রথ রিকাবীবাজার রথযাত্রা মেলা প্রাঙ্গনে সমবেত হয়।

রথ নিয়ে এ সময় পূণ্যার্থীরা শংখ, ঘন্টা, কাঁসর ঢাক, ঢোল, বাজিয়ে প্রার্থনা ও পূজা অর্চ্চনাদি শেষ করে জয়ধ্বনি দিয়ে পুরো নগরীকে মুখরিত করে। বিকালে ইসকন মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন, যুগলটিলা সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির   

 

 বক্তব্য দেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার। বিশেষ অতিতির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিব বাবলু, বাংলাদেশ হিউম্যান রাইটর্স জার্নালিষ্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু,

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী রবিন পাল,সিলেট মহানগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. ইউসুফ আলী।

এ সময় অ্যাডভোকেট রঞ্জিত সরকার ্্এমপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল সম্প্রদায়ের মানুষ সমানভাবে ধর্মীয় উৎসব পালন করে যার যার অবস্থান থেকে।

এ কারনে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে। আর এটি হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সব ধর্মের মানুষ নিরাপদ ও নির্ভীক চিত্তে নিজ নিজ ধমের্র আচার-অনুষ্ঠান পালন করছেন।

অসাম্প্রদায়িক সিলেট গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। রোববার সকালে রথযাত্রা উপলক্ষে ইসকন যুগল মন্দিওে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অ্যাডভোকেট রঞ্জিত সরকার আরো বলেন, আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল।

যখনই দলটি ক্ষমতায় এসেছে তখনই সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে। বিগত ১৬ বছর ধরে সব ধর্মের মানুষ নিরাপদে নিশ্চিন্তে যার যার ধর্মকর্ম পালন করতে পারছে।

তিনি ইসকন কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের যেকোন সমস্যা সমাধানে সরকার আন্তরিক। আলোচনা সভা শেষে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে রথযাত্রা উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

এর আগে ফটো জানালিষ্ট এসাসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলীকে ফুল দিয়ে শুভেচ্চা জানানো হয়। সনাতন ধর্মাবলম্বীদের মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর।

জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না।

এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net