ট্রান্সজেন্ডার অধিকার আইন পাশ হলে দেশে সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হবে

সিলেট সান ডেস্ক:: || ২০২৪-০১-২৩ ০৯:১২:৪৩

image

বাংলাদেশে ট্রান্সজেন্ডার অধিকার আইনের খসড়া তৈরি করা হয়েছে। যদি এটি পাশ করা হয়, তাহলে দেশে পারিবারিক সংকট তৈরি হবে, সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হবে।

মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হবে এবং আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। গত ২২ জানুয়ারি সোমবার নগরীর দরগাহ গেইট সংলগ্ন শহীদ সোলেমান হলে সিয়ানাহ ট্রাস্টের আয়োজনে ‘ট্রান্সজেন্ডারবাদ : বিপযর্য়ের পদধ্বনি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

মুফতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিয়ানাহ ট্রাস্টের সদস্য মাওলানা আবু সুফিয়ান নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ডাঃ শামসুল আরেফিন, সিয়ানাহ ট্রাস্টের উপদেষ্টা ও কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, সোহানীঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ সগির,

জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, বিশিষ্ট গবেষক ডাঃ মুফতি ইসমাইল আযহারি, ডাঃ শরিফুল ইসলাম শিশির, সিয়ানাহ ট্রাস্টের সদস্য মাওলানা সাদিকুর রাহমান, মাওলানা আব্দুল্লাহ আল মনসুর ও মুফতি আবদুল কাদির মাসুম।

সেমিনারের মূখ্য আলোচক ডাঃ শামসুল আরেফিন বলেন, ট্রান্সজেন্ডার অধিকার আইন পাশ হলে যৌনবিকৃতি ও সমকামিতার মতো অপরাধ সমাজে ছড়িয়ে পড়বে।

ইউরোপ-আমেরিকায় যেভাবে ট্রান্স নারী-পুরুষ হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, বাংলাদেশে এরচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। মাওলানা শাহ মমশাদ আহমদ বলেন, ট্রান্সজেন্ডারবাদ একটি আল্লাহদ্রোহী মতবাদ ও অবাধ যৌনাচারের অভিশপ্ত সংস্কৃতি।  

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুফতি জিয়াউর রহমান। প্রবন্ধে ট্রান্সজেন্ডারবাদের ভয়াবহতা তুলে ধরে বলেন, হিজড়া ও ট্রান্সজেন্ডার কখনো এক নয়। ট্রান্সজেন্ডাররা সমকামিতার মতো ভয়াবহ ও নিষিদ্ধ পথ খোলে দেয়। স্বাগত বক্তব্য রাখেন সিয়ানাহ ট্রাস্টের সদস্য মুফতি সায়েম কাসেমি।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net