প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও শাহীনুর পাশা, বিজয়ী মন্ত্রী মান্নান

ষ্টাফরিপোটার সুনামগঞ্জ :: || ২০২৪-০১-০৭ ১০:৩৭:৪৫

image

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পরকিল্পনামন্ত্রী এম এ মান্নান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

তিনি মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৯৯৮ । আর তৃণমুল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী পেয়েছেন মাত্র ৪ হাজার ৯৫ ভোট। এই আসনে মোট ভোট কেন্দ্র ১৪৫টি।

প্রার্থীর বিভিন্ন এজেন্ট ও স্থানীয় সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নির্বাচনে কোনো আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট কোনো প্রার্থী যদি না পান, তা হলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।

এই হিসেবে শাহীনূর পাশা জামানত হারাতে যাচ্ছেন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৪ জন। আওয়ামী লীগের মনোনীত বর্তমান এমপি এম. এ মান্নান (নৌকা),

তৃণমূল বিএনপি’র মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির তৌফিক আলী (লাঙ্গল) ও বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন (কাঁঠাল)।

সুনামগঞ্জ—৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে ভোটার রয়েছেন ৩ লক্ষ ৪৪ হাজার ৬৫৩ জন। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৭৩ হাজার ৭২৮ জন এবং নারী ১ লক্ষ ৭০ হাজার ৯২১ জন। হিজরা ভোটার রয়েছে ৪ জন। আসনের দুই উপজেলার ১৬ ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১৪৫টি।

ভোট কক্ষ ৭১১টি। এরমধ্যে স্থায়ী ৭০৮ এবং অস্থায়ী ৩টি। শান্তিগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৭৮৩ জন। এরমধ্যে পুরুষ ৭২ হাজার ৪০৬ জন এবং নারী ৭০ হাজার ৩৭৫ জন। হিজরা ভোটার রয়েছে ২ জন। উপজেলার ৮ ইউনিয়নে ৫৬টি ভোটকেন্দ্র রয়েছে।

ভোটকক্ষ ২৯৩টি। এরমধ্যে স্থায়ী ২৯০টি এবং অস্থায়ী ৩টি। জগন্নাথপুর উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৮৭০ জন। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ১ হাজার ২২২ জন এবং নারী ১ লক্ষ ৫৪৬ জন।

হিজরা ভোটার রয়েছে ২ জন। উপজেলার ৮ ইউনিয়নে ৮৯টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটকক্ষ ৪১৮টি

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net