ভোটের পক্ষে মানুষ, তাদের হরতালে সাড়া দিচ্ছে না: মাজার জিয়ারত শেষে শেখ হাসিনা

স্টাফ রিপোর্ট: :: || ২০২৩-১২-২০ ০২:৫২:৫০

image

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা জ্বালাও পোড়াও করবে জনগণ তাদের উৎখাত করবে। এদের বিরুদ্ধে সরকারও কঠোর ব্যবস্থা নেবে।’

আজ বুধবার সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘তারা নির্বাচন বানচাল করতে চায়, মানুষকে ভোট দিতে দেবে না। মানুষ কিন্তু ভোটের পক্ষে, মানুষ নির্বাচনের পক্ষে।

মানুষতো তাদের হরতালে সাড়া দিচ্ছে না, মানুষ বরং ভোটের মিছিলে যোগ দিচ্ছে। তারপরেও কেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড? সেটাই আমার প্রশ্ন।’ তিনি বলেন, ‘দেশের মানুষ হরতাল চায় না, ভোট দিতে চায়।’ শেখ হাসিনা বলেন, ‘কেউ নির্বাচন না করতে চাইলে করবে না।

কিন্তু আগুন দিয়ে মানুষ কেন পোড়াবে? এটা সন্ত্রাসী-জঙ্গিবাদী কাজ। এটাই করে যাচ্ছে বিএনপি-জামায়াত জোট। এটা কোন ধরণের আন্দোলন?’ তিনি বলেন, ‘রেলে আগুন দিল, মা সন্তানকে বুকে চেপে ধরে মারা গেল।

কী করে এভাবে মানুষ হত্যা করে? মানুষের ওপর হামলা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, সাংবাদিকদের ওপর হামলা। এটা কেন? লন্ডন থেকে হুকুম আসে, আর তার চ্যালারা (অনুসারী) এখানে আগুন দেয়। বাংলাদেশে এমন দুর্বৃত্তপনা কেউ মেনে নেবে না।’

মানুষ মেরে তারা ভীতি সৃষ্টি করতে চায় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘এসব করে কিছুই হবে না। তারা কোনো দিন সফল হবে না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণকে দাবায়ে রাখতে পারবে না।’ সরকারপ্রধান বলেন, ‘আওয়ামী লীগ ৭ জানুয়ারির নির্বাচনে জিতে ক্ষমতায় আসলে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করবে।

আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’ এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন তিনি।

এসময় দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। এদিন বেলা ১১টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শেখ হাসিনা সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি গাড়িবহর নিয়ে বিমানবন্দর থেকে হজরত শাহজালালের (রহ.) এর মাজারে আসেন।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net