চৌহাট্টায় এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সড়কে শিক্ষার্থীদের অবস্থান

সিলেট সান ডেস্ক :: || ২০২৩-০৮-০৮ ০৯:১২:০০

image

আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানো নতুবা ৫০ মার্কে পরীক্ষা নেওয়ার দাবিতে সড়কে অব¯’ান কর্মসূচি পালন করেছে সিলেটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত নগরীর চৌহাট্টা এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।

আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যে প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে। এরমধ্যে পরীক্ষা পেছানোর দাবিতে সোমবার থেকে বিক্ষোভ, রাস্তা অবরোধ করেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

একই দাবিতে মঙ্গলবার চৌহাট্টায় আড়াই ঘণ্টা সড়কে অব¯’ান কর্মসূচি পালন করে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা। এসময় আন্দোলকারী শিক্ষার্থীরা জানান, আমাদেও সিলেবাস এখনো সম্পন্ন হয়নি। আমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি।

তাই পরীক্ষা পেছানো নতুবা যেসব বিষয় ১০০ মার্কেও সেগুলোতে ৫০ মার্ক করার দাবি জানাতেই তাদেও এই অব¯’ান। দাবী পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, শিক্ষার্থীরা রাস্তায় অব¯’ান কর্মসূচি পালন করার কারনে যানজটের সৃষ্টি হয়।

আমরা তাদেরকে সরে যেতে বলি। এসময় ছাত্র-ছাত্রীরা দাবি জানান, তাদের পরীক্ষা পেছাতে হবে। এসময় আমরা তাদেরকে বলি এ বিষয়ে আমাদের করণীয় কিছু নেই।

আপনারা লিখিত বা স্বারকলিপি দিলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে সহযোগিতা করবেন। এই আশ্বাসে বেলা আড়াইটার দিকে ছাত্র-ছাত্রীরা কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net