উৎসবমুখর পরিবেশে ১১ তম রোটার‍্যাক্ট জেলা অভিষেক

সিলেট সান ডেস্ক :: || ২০২৩-০৮-০৭ ২৩:০৫:৩৮

image

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ১১তম রোটার‍্যাক্ট জেলা অভিষেক "রাঙাপ্রভাত"। গত ৪ আগষ্ট বন্দরনগরী চট্টগ্রামে শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সেচ্ছাসেবী যুব সংগঠন রোটার‍্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ এর অভিষেক অনুষ্ঠান।

অভিষেক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২, বাংলাদেশের রোটার‍্যাক্ট জেলা প্রতিনিধি তরুন সংগঠক শরীফুল ইসলাম অপু।

"ইমপ্যাক্ট দ্যা ওয়ার্ল্ড উইথ নলেজ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি ২০২৩-২৪ রোটারি বর্ষে দুইশ'র অধিক রোটার‍্যাক্ট ক্লাবগুলোর জেলা প্রতিনিধি হিসাবে নেতৃত্ব দেবেন । রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগাং লেকসিটি ও রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্ট্রক্যাট এর সহযোগিতায় প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাজিবুল হক চৌধুরী।

পবিত্র কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত, রোটার‍্যাক্ট প্রত্যয় ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অতিথিদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে রোটার‍্যাক্ট জেলা প্রতিনিধি (ডিআরআর) অপুকে কলার হ্যান্ডওভারের সময় উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২, বাংলাদেশের জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান,

ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, প্রাক্তন জেলা গভর্নর প্রফেসর তৈয়ব চৌধুরী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, ডিস্ট্রিক্ট রোটার‍্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ শাহাজাহান, প্রোগ্রামের চিফ এডভাইজার সাদমান সাইকা ইসলাম শেফা,

বিশেষ অতিথি বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: শাহজাহান চৌধুরী, রোটারী জেলার ডিস্ট্রিক্ট সেক্রেটারি আকবর হোসেন, এক্সিকিউটিভ সেক্রেটারি শামসুল রিপন,

সাবেক জেলা সচিব জালাল উদ্দীন বাবলু, হোস্ট ক্লাব লেক সিটির পার্টনার ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ সাজিদুল হক, পাস্ট প্রেসিডেন্ট আজিজুল বারী চৌধুরী জিন্নাহ, মুহাম্মদ আরমান ও অন্যান্য রোটারীয়ান ও এক্স-রোটার‍্যাক্টরবৃন্দ।

সাবেক রোটার‍্যাক্ট জেলা প্রতিনিধিগনের মধ্যে মীর নাজমুল আহসান রবিন, মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, জিয়া উদ্দীন হায়দার শাকিল, নাফিজুল আলম, আব্দুল আহাদ, এড. হেদায়েত হোসেন তানভীর,

আলামিন সজিব, সদ্য বিদায়ী প্রতিনিধি সাজ্জাদ হোসেন, আগামী বছরের প্রতিনিধি জাহেদ হোসেন চৌধুরী, ৩২৮১ রোটারি জেলার আই.পি.ডি.আর.আর আব্দুল কাইয়ুম খান, মাসুমুল আলম, আবু বকর সিদ্দিক রুমপসহ সাবেক, বর্তমান সিনিয়র রোটার‍্যাক্টর,

ডিস্ট্রিক অফিসিয়াল, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারী ও অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। রোটার‍্যাক্ট হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন, গনতান্ত্রিক নিয়মে প্রতিবছর একযোগে ১লা জুলাই নেতৃত্বের পরিবর্তন হয়।

সারা পৃথিবীর ১৮০ টি দেশের সক্রিয় প্রায় ১১ হাজার রোটার‍্যাক্ট ক্লাবগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা ও সংবিধান ধারায় সুন্দর নেতৃত্ব কৌশলের ধারাবাহিকতায় পরিচালনা হয়ে আসছে।

১৯৬৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় শহরে প্রথম রোটারি আন্তর্জাতিক সংগঠনের তরুনদের রোটার‍্যাক্ট ক্লাবের যাত্রা শুরু করে। পেশাগত দক্ষতা উন্নয়ন, সেবা বন্ধুত্ব,

নেটওয়ার্কিং, গ্লোবাল সিটিজেনশিপ সেই সাথে আগামী তরুন প্রজন্মকে গড়ে তোলার জন্য রোটারী আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক কাজে সম্পৃক্ত করাই এই সংঠনের প্রধান লক্ষ্য।

রোটার‍্যাক্ট জেলা সংগঠন, রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের অধীনে চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, চাঁদপুর, নরসিংদী, ফেনী,

কুমিল্লা থেকে প্রায় ৮০০-এর অধিক রোটার‍্যাক্টেরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net