প্লাস্টিক ও পলিথিন উপাদান ব্যবহারে আমাদের সচেতন হতে হবে: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্ট: :: || ২০২৩-০৬-০৮ ০৯:৩৩:২৭

image

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে আমাদের আরো সচেতন হতে হবে।

প্লাস্টিক জাতীয় উপাদানগুলো অপচনশীল হওয়ায় এগুলো বছরের পর বছর অক্ষত অবস্থায় থেকে যায়। যার ফলে পরিবেশ ও মানুষের জন্য হুমকিস্বরূপ এবং ক্ষতিকর।তাই এগুলোর ব্যবহার কমিয়ে আনা প্রয়োজন। পাশাপাশি এ ধরনের উপাদানগুলো ব্যবহার কমিয়ে বিকল্প চিন্তাভাবনা করা জরুরি।

এ লক্ষ্যে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বৃহস্পতিবার (৮ জুন) নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার। এরপর প্লাস্টিক বর্জ্যে দূষণের একটি ভিডিও চিত্র দেখানো হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. ফারুক হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ, ব্রাকের জেলা সম্বনয়ক অনিক আহমদ,

এফআইভিডিবি'র প্রোগ্রাম ডিরেক্টর শিরিন আক্তার, সচেতন নাগরিক কমিটির সভাপতি সমিক সহিদ জাহান, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসিমা চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম,

মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান সৈয়দা শিরীন আক্তার, জজকোর্টের অ্যাডভোকেট জাকিয়া জালাল, অ্যাডভোকেট মনির আহমদ, সনাক সদস্য প্রণবকান্তি দেব, সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, বেলা নেটওয়ার্ক মেম্বার শাকিলা ববি প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা, মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা, জেলা সিভিল সার্জন ও পানি উন্নয়ন বোর্ড এর কর্মকর্তা।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net