সিলেটে ২ মাসে ৮১ টি মোবাইল উদ্ধার করেছে এপিবিএন

সিলেট সান ডেস্ক :: || ২০২৩-০৫-২৫ ১০:১৭:৫৫

image

আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-৭ গত দুই মাসে চুরি হওয়া ও হারানো ৮১টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

বিমানবন্দরে নিরাপত্তা এবং অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের পাশাপাশি ওইসব মোবাইল উদ্ধারে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম।

বুধবার এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গত দুই মাসে সিলেট বিভাগের ৪ জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ৮১টি মোবাইল উদ্ধার করেছে এপিবিএন টিম।

এ ছাড়া পুলিশের এই ব্যাটালিয়ন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা প্রদানের পাশাপাশি কাস্টমসসহ বিমানবন্দরে কমর্রত বিভিন্ন সংস্থার সাথে অবৈধভাবে আসা স্বর্ণের বার, মাদক, সিগারেট ও বর্হিগমন যাত্রীর কাছ থেকে বিভিন্ন প্রকার জর্দা ও আগর উদ্ধারে সহায়তা করছে।

এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম জাানিয়েছেন তাদের টিম সবসময় মাদক, অস্ত্র ও চুরি হওয়া মালপত্র উদ্ধারে অভিযান করে আসছে।

সর্বশেষ মঙ্গলবার রাতে ৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের শাহপরান থানার খাদিম নগর চৌমুহনী থেকে স্থানীয় বাহুবলের বাসিন্দা খালেদুর রহমান নামের এক মাদক কারবারিকে ১৩০ পিস ইয়াবাসহ আটক করে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net