ঘুড়িতে আকাশ ছোঁয়ার চেষ্ঠা সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষাথীদের

সিলেট সান ডেস্ক :: || ২০২৩-০৫-২১ ১২:২৮:০৩

image

কারো হাতে নাটাই, আর কারো হাতে ঘুড়ি। কেউ সুতায় টান দিচ্ছে। কেউ অন্যের সহযোগিতা ছাড়াই ঘুড়িটি উপরে ওড়ানোর চেষ্ঠা করছে। লাল, নীল,বেগুনী আর সাদা, নানা রংয়ের ঘুড়িতে আকাশ যেন হয়ে উঠেছিল একটি রংধনু। নিজ হাতে বানানো ঘুড়ি দিয়ে আকাশ ছোঁয়ার চেষ্ঠা করেছিল সিলেট ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষাথীরা।

গত বৃহস্পতিবার) সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সকল শ্রেণির শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, এনডিসি, পিএসসি।

এছাড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো: রোকনুজ্জামান খাঁন , পিএইচডি; উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উৎসবে লেজযুক্ত ঘুড়ি, লেজছাড়া ঘুড়ি, ঈগল, মাছ, চিল, বাটারফ্লাই, সাপ প্রভৃতি ধরনের ঘুড়ি নিয়ে শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রধান অতিথি বেলুন ও ঘুড়ি উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরংয়ের ঘুড়িতে আকাশ ছেয়ে যায়। সৃষ্টি হয় মনোরম দৃশ্যের। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের ঘুড়ির সুতা কাটাকাটির কৌশলগত নৈপূণ্য।

প্রধান অতিথি বলেন, ঘুড়ি উৎসব গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্য। বাঙালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে এ ঘুড়ি উৎসবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি উৎসবে পরিপূর্ণতা পেয়েছে। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতেই এই ব্যতিক্রমি আয়োজনের ধারাকে প্রতিবছর অব্যাহত রাখতে হবে। ঘুড়ি উৎসবে শিক্ষার্থীদের আগ্রহ ও উল্লাস দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিশেষে অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। নির্মাণ /অসীম কুমার সিনহা

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net