শিক্ষার্জনে অদম্য ইচ্ছা শক্তিই যথেষ্ট: ভিসি জহিরুল হক

সিলেট সান ডেস্ক :: || ২০২৩-০৪-২৪ ১২:১৩:৪১

image

“হবিগঞ্জের মাধবপুরে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। এ উপজেলা শিক্ষায় অনেক এগিয়ে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মাধবপুর শিল্পায়ন, কৃষি, প্রাকৃতিক ও খনিজ সম্পদ এবং মানবসম্পদের মাধ্যমে অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি শুধু হবিগঞ্জে জেলাকে সমৃদ্ধ করেনি; বরং বাংলাদেশের জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ উপজেলার উল্লেখযোগ্য শিক্ষার্থী লেখাপড়ায় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। আকবর মর্তুজ ফাউন্ডেশনের ২০২৩ শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের মধ্যে মেধার প্রতিযোগিতা বাড়াবে।

শিক্ষার্জনে ধনী-গরিব কোনো বিষয় নয়। অদম্য ইচ্ছে শক্তিই যথেষ্ট। মেধাবীরা আগামী দিনে দেশের কর্ণধার।“হবিগঞ্জের মাধবপুর উপজেলার শতবশষের ঐতিহ্যে লালিত শিক্ষা প্রতিষ্ঠান ছাতিয়াইন বিশ্বনাথ স্কুল অ্যান্ড কলেজে ২৪ এপ্রিল রোববার সকালে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথা বলেন।

আকবর মর্তুজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আলী ওয়াক্কাস সোহেলের সভাপতিত্বে ও আলী মনসুর সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী,

ছাতিয়াইন বিশ্বনাথ স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সামছু উদ্দিন আহমেদ, হবিগঞ্জ জেলা বারের সহসভাপতি অ্যাডভোকেট আবু তাহের,পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপক ড. মো. আশরাফুল আলম,

সিলেট জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন, বাপার হবিগঞ্জ এর সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল, প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান,

ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক পূবালী ব্যাংকের ডিজিএম আলী আমজাদ সেন্টু, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর। আরও বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল মিয়া, সৈয়দ সাজ্জাদ মুরশেদ, শিক্ষক শেখ কামরুল হাসান,

ফজলুল রহমান, আবু সালেক, সাদত হোসেন দুলাল, শহিদুল ইসলাম বাবু, মহিউদ্দিন আউয়াল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামির লস্কর, প্রমুখ।

প্রধান অতিথি  বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়া প্রয়োজন। তিনি বলেন, আকবর মর্তুজের সন্তানরা সুশিক্ষিত ও ভালো মানুষ হয়েছেন।

এ জন্যই তারা ফাউন্ডেশন করে মেধাবীদের বৃত্তি প্রধান করে উৎসাহিত করছেন। পরে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন।

উল্লেখ্য, পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের আবেদনকারী ৪ শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে ৪১ জন মেধাবী শিক্ষার্থীকে এবার এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়। ২০০৯ সাল থেকে করোনাকালীন ছাড়া মেধাবৃত্তি প্রদান করে আসছে আকবর মর্তুজ ফাউন্ডেশন।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net