উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই: মন্ত্রী ইমরান আহমদ

স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট || ২০২৩-০৪-১৮ ১৪:৪২:৪৩

image

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, উন্নত জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই।

তাই দক্ষ মানব সম্পদ উন্নয়নে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে সরকার সবচেয়ে গুরুত্ব প্রদান করে সু-শিক্ষায় শিক্ষিত একটি জাতি গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনার পাশাপাশি দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে।

ডৌবাড়ি এলাকাবাসীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সম্পূর্ণ স্থানীয় উদ্যোগে সম্মিলিতভাবে এই পর্যায়ে নিয়ে এসেছেন আমি বিশ্বাস করি ডৌবাড়ি ঘোড়াইল কলেজ একদিন অনেক দূর এগিয়ে যাবে। উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

তিনি সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের ডৌবাড়ি ঘোড়াইল কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডৌবাড়ি ঘোড়াইল কলেজের সভাপতি ও সিলেট জেলা পরিষদের সদস্য সুভাস দাস'র সভাপতিত্বে ও মিসবাহ উদ্দিনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক,

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল ইসলাম, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও পুর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু,

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,

l সিলেট জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য তামান্না নাজমুল হেনা, ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,

l গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ,

l আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব প্রমুখ।

l

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net