আসামে বাংলাদেশ গুয়াহাটি মিশনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কাল

জৈন্তাপুর প্রতিনিধি :: || ২০২৩-০৩-২৬ ০৫:১১:৪৭

image

আসামে বাংলাদেশের গুয়াহাটি মিশনের উদ্যােগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভারতের আসামে বাংলাদেশ'র সহকারী হাইকমিশন গুয়াহাটি মিশনের উদ্যােগে বাংলাদেশের ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৭ মার্চ সোমবার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গুয়াহাটি'র খানাপাড়ায় হোটেল বিভান্তে সন্ধ্যা ৭ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আসামের গুয়াহাটি'তে বাংলাদেশের সহকারী হাইকমিশনার ও মিশন প্রধান রুহুল আমিন এবং তার পত্নী ড. নবনিতা হক বাংলাদেশের ৫৩ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আসাম সরকারের পরিবেশ ও বন,

অ্যাক্ট-ইস্ট পলিসি অ্যাফেয়ার্স এবং সংখ্যালঘু বিভাগ কল্যাণের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী শ্রী চন্দ্র মোহন পাটোয়ারী।

এছাড়া আসাম সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাই-কে উপস্থিতি থাকতে আসামের গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন এবং তার পত্নী ডঃ নোবোনিতা হক আমন্ত্রণ জানিয়েছেন।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net