গোলাপগঞ্জে সাবেক সাংসদ সদস্য মকবুল হোসেন স্মরণ সভা

স্টাফ রিপোর্টার, গোলাপগঞ্জ || ২০২৩-০৩-১৭ ১০:২৭:২৩

image

সিলেট ৬ আসনের সাবেক এমপি ও বিশিষ্ট শিল্পপতি মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর শহরের চৌমূহণীর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সভা অনুষ্টিত হয়। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের

সর্বস্তরের জনগনের ব্যানারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দারুল উলুম কানাইঘাট মাদ্রাসায় মূহতামিম শায়খুল হাদিস আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী।

আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ ও আব্দুল গফফার কুটির যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল,

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, মরহুম ড. মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আবিদা হোসেন,

জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়ছল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পৌরসভার প্যানেল চেয়ারম্যান হেলালুজ্জামান হেলাল,

উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম,

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, এম সিরাজুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হানিফ খান,

আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রহমান মামুন, গোলাপগঞ্জ সদর িইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, আমুড়া ইউপির প্যানেল চেয়ারম্যান কামরান হোসেন,

পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছালিক আহমদ, মাহবুবুর রহহমান ফয়ছল, তামিম ইয়াহয়া, টিকরবাড়ী জামে মসজিদে ইমাম মাওলানা আলা উদ্দিন,

গোলাপগঞ্জ অলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, আব্দুল লতিফ সরকার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শাহ আলম, জিন্নুর আহমদ চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ এমরুল।

সভায় বক্তারা বলেছেন, ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া ছিলেন অসাধারণ মানুষ। তিনি জীবনের শেষ মূহুর্তে মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

৫টি বিদ্যালয় স্থাপনের পাশাপাশি তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাস ও রাস্তাঘাটের উন্নয়নসহ তার অবদান অনিস্বরণীয়। এজন্য তিনি আজীবন মানুষের হূদয়ে থাকবেন।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net