সদর ও ফেঞ্চুগঞ্জের ৮ ইউনিয়ন ভোটগ্রহণ চলছে

সিলেট সান ডেস্ক :: || ২০২৩-০৩-১৬ ০৩:১৫:১১

image
সিলেট সদর উপজেলার ৩টি ও ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। টানা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়।

সিলেট সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। সব কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।

দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৩৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৮৩সহ মোট ৪৯৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদরে ৮৪ হাজার ৮৩৭ জন ও ফেঞ্চুগঞ্জে ৮১ হাজার ৮৯৫ জনসহ মোট ১ লাখ ৬৬ হাজার৭৩২ জন ভোটার নির্বাচন করবেন তাদের আগামীদিনের জনপ্রতিনিধি।

সিলেট সদর উপজেলার তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩,সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৯ জন ও সাধারণ সদস্য পদে ১৪৭জনসহ মোট ১৯৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়েনে চেয়ারম্যান পদে ২৬,সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৮জন ও সাধারণ সদস্য পদে ২৩৬ জনসহ মোট ২৯০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net