রেজিস্ট্রারি মাঠে নগর বিএনপির সম্মেলন কাল, প্রধান অতিথি মির্জা ফখরুল

সিলেট সান ডেস্ক :: || ২০২৩-০৩-০৯ ১০:১৫:৪৩

image
সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১০ মার্চ)।

নগরীর রেজিস্ট্রারি মাঠে এ সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে মহানগর বিএনপির নেতাদের বেছে নেবেন তৃণমূলের কর্মীরা।

মহানগরের নেতৃত্বে আসতে সম্মেলনে তিন পদে লড়ছেন ৮ জন প্রার্থী। বুহস্পতিবার সকালে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম এ জাহিদ, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী,

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী,

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরু,

রেজাউল হাসান কয়েস লোদী নজিবুর রহমান নজিব, মঈনউদ্দিন সুহেল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল কাদির শাহী ও মহবুব চৌধুরী।

লিখিত বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়ে দেশে দুর্নীতি, দুঃশাসন, গুম ও ত্রাসের রাজনীতি কায়েম করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

এমন পরিস্থিতিতে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও বেঁচে থাকার ন্যূনতম অধিকার নিশ্চিতের আন্দোলন জোরদার করার লক্ষ্যে সিলেট জেলা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আবদুল কাইয়ুম জালালী পংকী বলেন, বিএনপি সব সময়ই গণতন্ত্রের চর্চায় বিশ্বাসী তাই দায়িত্ব পেয়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে কমিটি উপহার দিয়েছি।

আমরা কখনওই কমিটি চাপিয়ে দিইনি। এরই ধারাবাহিকতায় সিলেট মহানগর বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার (১০ মার্চ) দ্বিবার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভার্চুয়ালি যুক্ত থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে সকাল পৌনে ১০টায়, চলবে বেলা ১২টা পর্যন্ত। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনে চলবে ভোটগ্রহণ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মহানগর বিএনপির নেতৃত্বে আসতে তিনটি পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে- সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাবেক মহানগর সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।

সাধারণ সম্পাদক পদে প্রাথী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব,

সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।

সম্মেলনে ভোটদানের জন্য সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৭১ জন করে মোট ১ হাজার ৯১৭ জনকে কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত করা

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net