আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান মামলার সাক্ষ্য গ্রহন সম্পন্ন

স্টাফ রিপোর্ট :: || ২০২৩-০২-২৭ ০৯:২৩:৩৮

image

সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান মামলার শুনানী হয়েছে।

সোমবার সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ নুরুল আমীন বিপ্লবের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।

এ সময় তিন জঙ্গি আদালতে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আদালতের পিপি মুমিনুর রহমান টিটো।

এখন মামলার সাফাই সাক্ষী চলছে বলেও তিনি জানান। আগামী ১৪ মার্চ পরবর্তী শুনানী হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায় ২০১৭ সালের ২৩ মার্চ ‘অপারেশন টোয়াইলাইট’ অভিযান চলে শিববাড়ি আতিয়া মহলে। অভিযানে নেতৃত্ব দেয় র‌্যাব, পুলিশ, সিআরটি।

সর্বশেষ টানা ১১১ ঘন্টা শাসরুদ্ধকর ‘অপারেশন টোয়াইলাইট’ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর কমান্ডো দল।

অভিযানে আতিয়া মহল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

এরমধ্যে একজন নারী ও তিনজন পুরুষ ছিলেন।

এর আগে অভিযান চলাকালে আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে র‌্যাবের গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও দুই পুলিশ সদস্যসহ মোট ৭ জন নিহত হন।

শুনানি চলাকালে জেএমবি সদস্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার বাইশারীর নুরুল আলমের ছেলে জহুরুল হক ওরফে জসিম (২৯), নুর হোসেনের ছেলে মো. হাসান (২৮) ও জহরুল হক ওরফে জসিমের স্ত্রী মোছা. আর্জিনা ওরফে রাজিয়া (২১) আদালতের এজলাসে হাজির ছিলেন।

তাদের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমকে প্ররোচিত করে নাশকতার পরিকল্পনা, মানুষ হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net