ভোরের কাগজ'র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধী সমাবেশ অনুষ্ঠিত

সিলেট সান ডেস্ক :: || ২০২৩-০২-১৫ ১০:১৩:৪৪

image

ভোরের কাগজ'র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১৫ই ফেব্রুয়ারি) দুপুরে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোরের কাগজ সিলেট পরিবারের আয়োজনে সুধী সমাবেশে বক্তারা বলেন, ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘মুক্তচিন্তার দৈনিক’ স্লোগানকে বুকে ধারণ করে এক ঝাঁক উদ্যমী তরুণের প্রচেষ্টায় সংবাদপত্রের প্রচলিত ধারা পাল্টে দিতে যাত্রা শুরু করেছিল ‘ভোরের কাগজ’।

 

দেশের গণতান্ত্রিক অভিযাত্রা, মুক্তবুদ্ধির চর্চা এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার সংগ্রামে ভোরের কাগজের অবস্থান অনড় ও আপসহীন।

গত ৩১ বছরে এ অবস্থান থেকে একচুলও বিচ্যুত হয়নি পাঠকপ্রিয় এই দৈনিকটি। ভোরের কাগজের সিলেট ব্যুরো প্রধান ফারুক আহমদের সভাপতিত্বে ও সিলেট ব্যুরো স্টাফ জাহিদুল ইসলামের সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী,

সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির। সুধী সমাবেশে শেষে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।কেক কাটা অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু,

 

সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, জেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক মবশ্বির আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, আফতাব উদ্দিন,

 

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেষ নাসির, সাবেক সাধারন সম্পাদক শংকর দাস, সিনিয়র সাংবাদিক ফয়সল আলম, খলিলুর রহমান সিলেট প্রেসক্লাবের সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, সাংবাদিক শাহিদ হাতিমী,

 

ভোরের কাগজের কানাইঘাট প্রতিনিধি আব্দুন নূর, গোলাপগঞ্জ প্রতিনিধি জাহিদ উদ্দিন, ফটো সাংবাদিক সোহেল আহমদ ও সমাজসেবী তারেকুল ইসলাম।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net