জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন বেগবান করার আহবান খন্দকার মুক্তাদির'র

সিলেট সান ডেস্ক :: || ২০২৩-০১-৩০ ১১:১৪:৩৬

image
সিলেট সদর উপজেলা বিএনপির প্রতিনিধি সভা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আজকে আমরা

চলমান আন্দোলন ও দেশের রাজনীতির বর্তমান প্রেক্ষিত নিয়ে আলোচনা করেছি। আন্দোলনকে বেগবান করার জন্য ভবিষ্যতের কর্মসূচি কি হওয়া উচিত কি ধরনের কর্মসূচি দেওয়া যেতে পারে সে বিষয়গুলো নিয়ে কথা বলেছি।

আন্দোলনের মধ্যে দিয়ে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনকে আরও বেগবান করা হবে। তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা,

গণতন্ত্রকে পুনরুদ্ধার করার বিষয়ে আমরা একমত হয়েছি। গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

রহমানসহ সারাদেশে যে লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা সেই মামলা প্রত্যাহারের দাবিতে যারা কারাবন্দি আছেন তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে একমত

হয়েছি। এই ঐক্য এগিয়ে নিতে আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ পূণ্যভুমি সিলেটের মাটিতে অনুষ্ঠিত হবে। এই সমাবেশে সব বাঁধা অতিক্রম করে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।

তিনি রোববার (২৯ জানুয়ারি) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে ৪ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর

উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ও

সাধারণ সম্পাদক মো: আজিজুর রহমান আজিজ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ কে এম তারেক কালাম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব আজির উদ্দিন চেয়ারম্যান,

সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির সাবেক সস্য ইসলাম উদ্দিন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব শহীদ আহমদ চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী জাহেদ আহমদ,

সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সহ সভাপতি বাদশাহ আহমদ, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, সদর উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক আইনুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৮নং কান্দিগাঁও ইউপি সভাপতি আহমদ আলী, ২নং হাটখোলা ইউপি সভাপতি রফিকুল ইসলাম, ১নং জালালাবাদ ইউপি সভাপতি জইনুদ্দিন, ৩নং খাদিমনগর ইউপি সভাপতি কছির উদ্দিন, ৫নং টুলটিকর ইউপি সভাপতি এম এ রহিম, ৬নং টুকের বাজার ইউপি সভাপতি এনাম হোসেন,

৪নং খাদিমপাড়া ইউপি সভাপতি গৌছ উদ্দিন পাখী, ৭নং মোগলগাঁও ইউপি সভাপতি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ৬নং টুকের বাজার ইউপি সাধারণ সম্পাদক ফখর উদ্দিন,

৩নং খাদিমনগর ইউপি সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ১নং জালালাবাদ ইউপি সাধারণ সম্পাদক শফিক আলী, ৮নং কান্দিগাও ইউপি সাধারণ সম্পাদক আক্রম আলী মাসুক, ৪নং খাদিমপাড়া ইউপি সাধারণ সম্পাদক বদরুল ইসলাম আজাদ,

৫নং টুলটিকর ইউপি সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৬নং টুকের বাজার ইউপি সাধারণ সম্পাদক সাদিক আলী বাচ্চু, ১নং জালালাবাদ ইউপি সাধারণ সম্পাদক জামিল আহমদ, বাবুল মিয়া, আপ্তাপ উদ্দিন, কবির উদ্দিন নুনু, নজরুল ইসলাম, জিএম কিবরিয়া, সইদুর রহমান, খসরুল আলম খুশু, আব্দুল মুকিত,

আজির উদ্দিন বলাই, এম এ মালিক, তৈয়বুর রহমান, আঙ্গুর আলম, আব্দুস সালাম, আলীউর রহমান আলী, তারেক আহমদ, দিলোয়ার আহমদ রাফি, আবুল হোসেন, জঈন উদ্দিন, মঈন উদ্দিন, দিলোয়ার আহমদ প্রমুখ। সভায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ৩০শে জানুয়ারি প্রত্যেক ইউনিয়ন কমিটির সভা, সদর উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ৮টি ইউনিয়ন সুপার ফাইভের মিটিং, ৩১ জানুয়ারি ৮টি ইউনিয়নে একই দিনে জনসভা ও লিলেট বিতরণ, ১, ২ ও ৩ ফেব্রুয়ারি প্রতিটি ইউনিয়নের বাজারে বাজারে লিফলেট বিতরণ।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net