শ্যামসুন্দর জিউর আখড়ায় নাম ও লীলা সংকীর্তন মহোৎসব ২৭ জানুয়ারী

সিলেট সান ডেস্ক :: || ২০২৩-০১-২৫ ১০:২৭:৪৩

image

ভক্তিচিত্তে স্বপ্নাদেশ প্রণোদিত হয়ে প্রভুপাদ শ্রী শ্রী কৃষ্ণকেষব গোস্বামীর প্রতিষ্ঠিত আরাধ্য শ্রী শ্রী কাঁলাচাঁদ জিউর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।

সিলেট নগরীর বিলপার, লামাবাজারের শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর আখড়ায় ঐ নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে,

আগামী ২৭ জানুয়ারী শুক্রবার বিকাল ৫ টায় শ্রীহট্ট হরিসভা সিলেটের পরিবেশনায় শ্রীমদ্ভাগবত পাঠ, রাত ৮ টায় সুনামগজ্ঞের পাগলার শ্রী নিরঞ্জন দাসের পরিবেশনায় শুভ অধিবাস কীর্ত্তন,

২৮ জানুয়ারী শনিবার ব্রাহ্মমুহুর্ত থেকে অষ্টপ্রহর নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব। নামসুধা পরিবেশন করবেন শ্রীযুক্ত নিরঞ্জন দাস, শ্রীযুক্ত রতন মনি দাস বাবুল, শ্রীযুক্ত নিবারন সূত্রধর

ও শ্রীমতি নিভা রাণী দে। মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন ভক্তপদরজঃ কৃপাপ্রার্থী শ্রী কন্দর্প কেশব গোস্বামী বিক্রম। দুপুর ১ টায় মহাভোগরাগ।

বেলা ২ টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

পরদিন ২৯ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় দধিভান্ড ভঞ্জন, কীর্ত্তন সমাপন ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। অষ্টপ্রহর নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত

থাকার জন্য শ্রী শ্রী শ্যামসুন্দর আখড়া বিলপারের পক্ষ থেকে শ্রী কর্ন্দপ কেশব গোস্বামী বিক্রম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net