ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ শুরু না হওয়ার হাওর বাঁচাওয়ের কঠিন হুঁশিয়ারি

ষ্টাফ রিপোটার, সুনামগঞ্জ || ২০২৩-০১-২৩ ১৪:২৮:১৩

image
ষ্টাফরিপোটার সুনামগঞ্জ

নির্ধারিত সময়ে ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ শুরু না হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি।

সোমবার (২৩ জানুয়ারী) দুপুর ১২ টায় শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের জেলা কমিটির সাধারন সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন

কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহভাপতি আলী হায়দর ,উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা,

জেলা কমিটির দপ্তর সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমদে,রুহুল আমীন,প্রভাষক মামুন আহমদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুকেন্দু সেন, যুগ্ম সম্পাদক নির্মল ভট্টাচার্য, শীলা বসু, আনোয়ারুল হক, এরশাদ মিয়া, ইসমাইল আলী, চন্দন রায়, রবিন্দ্র দেব প্রমুখ।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন,বন্যার অজুহাত দেখি এবার দ্বিগুন বরাদ্দ ও প্রকল্প বাড়ানো হলেও ফসলের সুরক্ষায় কাজের কাজ হচ্ছে না।

গত ১৫ ডিসেম্বর বাঁধ নির্মাণ কাজ শুরু করার কথা থাকলেও এখনো পর্যন্ত অনেক হাওরে বাঁধের কাজ শুরু হয়নি।

২৮ ফেব্রুয়ারি বাঁধনির্মান কাজ শেষ করার বাধ্যবাদকতা থাকলেও কর্তপক্ষের উদাসীনতায় কাজ শুরু না হওয়য়া গেল বছরের মতো ঝুঁকিতে রয়েছে বোরো ফসল।

কর্তৃপক্ষের উদাসীনতায় এবারও যদি হাওর ডুবির ঘটনা ঘটে কৃষকদের সাথে নিয়ে আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারী প্রদান করা হয় সংগঠনের নেতারা।

এবার সুনামগঞ্জের ১২ উপজেলায় বোরো ফসলের সুরকায় ২০৮ কোটি টাকা বরাদ্দে ১১০১টি প্রকল্পে ৭৫৯ কিলোমিটার বাঁধ নির্মাণ করার কথা।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এই বাঁধ নির্মান কাজ তদারকি করছে৷

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net