ভারতীয় কোস্ট গার্ড জাহাজের বাংলাদেশ সফর

সিলেট সান ডেস্ক || ২০২৩-০১-১৩ ১০:১৯:২৩

image

বাংলাদেশি ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে চলমান ঘনিষ্ঠ সহযোগিতার অংশ হিসেবে শুক্রবার (১৩ জানুয়ারি) এ দুটি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীর ছয় দিনের সফরে চট্টগ্রাম পৌঁছেছে। বাংলাদেশ কোস্ট গার্ড  জাহাজগুলোকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

এই সফর দুই দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় ‘সেবা দানে ও সুরক্ষা প্রদানে’ ভারতীয় কোস্ট গার্ডের ইচ্ছা ও প্রতিশ্রুতি প্রদর্শন করে। এই জাহাজগুলোর সফর ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে বিস্তৃত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ।

ভারত ও বাংলাদেশের নৌবাহিনী ও কোস্ট গার্ডের মধ্যে জাহাজের নিয়মিত সফর যৌথ সমুদ্রসীমায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকার প্রদর্শনের পাশাপাশি দুই দেশ ও তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়াকে আরও শক্তিশালী করতে অবদান রাখে।এ সফর ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর মৈত্রী ও সহযোগিতার দৃশ্যমান বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, আইসিজিএস শৌর্য হলো একটি অ্যাডভান্সড অফশোর প্যাট্রোল ভেসেল (এওপিভি) যার নকশা ও নির্মাণকার্য সম্পাদন করেছে মেসার্স গোয়া শিপইয়ার্ড লিমিটেড৷ এটি চেতক ও অ্যাডভান্স লাইট হেলিকপ্টার উভয়ই পরিচালনা করে এবং এর দূরপাল্লার সহনশীলতা রয়েছে।
অন্যদিকে আইসিজিএস রাজবীর হলো একটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি) যার নকশা ও নির্মাণকার্য সম্পাদন করেছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স, কলকাতা। এটি উন্নত নেভিগেশন ও যোগাযোগ সরঞ্জাম, সেন্সর ও যন্ত্রপাতি দিয়ে সজ্জিত যা জাহাজটিকে অনুসন্ধান ও উদ্ধার, সামুদ্রিক আইন প্রয়োগ এবং সামুদ্রিক দূষণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার বিপুল সক্ষমতা রয়েছে।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net