দশ মাস পর তাহিরপুরের চারাগাও শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু

ষ্টাফ রিপোটার, সুনামগঞ্জ || ২০২২-১২-১৯ ০৬:৫৪:৫৮

image
দীর্ঘ দশ মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্ধ থাকা তিনটি শুল্ক ষ্টেশন দিয়ে। বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয় সেই সাথে চরম দুর্ভোগের শিকার হয় শ্রমিক ও ব্যবসায়ীরা।

আজ সোমবার দুপুরে এর অবসান ঘটিয়ে উপজেলার চারাগাও এলসি পয়েন্ট দিয়ে আমদানি কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রথম দিনে এলসির মাধ্যমে আমদানি করা ১০টি গাড়ির প্রতি গাড়িতে ১২ টন করে কয়লা আসে।

এসময় তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার,আন্তজাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের,কোষাধ্যক্ষ জাহের আলী,সদস্য হাসান মেম্বারসহ বিজিবি ব্যবসায়ী এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সূত্রে জানা যায়,বড়ছড়া,বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে নব্বইয়ের দশকের শুরু থেকে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়।

২০১৪ সালে ভারতের মেঘালয়ের একটি পরিবেশবাদী সংগঠনের মামলার পরিপ্রেক্ষিতে পরিবেশগত ক্ষতির কথা বিবেচনা করে কয়লা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে দেশটির ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। পরে টানা প্রায় সাত মাস বন্ধ থাকে কয়লা আমদানি।

এরপর পুনরায় আমদানি শুরু হলেও তা আর নিয়মিত হয়নি। চলতি বছরের মার্চ থেকে কয়লা আমদানি বন্ধ রয়েছে। গত প্রায় ১০মাস ধরে আমদানি বন্ধ থাকায় তারা অনেক ক্ষতির মুখে পড়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। সরকার ও কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে।

কয়লা আমদানি শুরুর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ আন্তজাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের জানান,বছরে তিন-চার মাস চলে আমদানি আর ৮-৯ মাস বন্ধ থাকে। অন্যদিকে, কয়লা আমদানি বন্ধ থাকায় প্রায় ২০হাজারের অধিক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেকে এলাকা ছেড়ে কাজের সন্ধানে অন্যত্র চলে গেছেন। গত দশ মাস বন্ধ থাকায় আমরা ৫শতাধিক ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছিলাম চালু হওয়ায় ভাল লাগছে।

তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার বলেন,শুল্ক ষ্টেশন বন্ধ থাকলে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়। রাজস্ব আদায়ের স্বার্থে এবং শুল্ক ষ্টেশনের সাথে জড়িত শ্রমিক ও ব্যবসায়ীদের জীবন জীবিকার কথা

বিবেচনা করে বড়ছড়া,বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি সারা বছর চালু থাকে তার জন্য সরকার যেন গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবী জানাই।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net