মানবাধিকার দিবসের আলোচনা : ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করলে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব

স্টাফ রিপোর্ট :: || ২০২২-১২-১০ ০৭:০৭:২১

image
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. ফয়সল আহম্মদ বলেন, আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থা নয় বরং সমষ্টিক সমাজব্যবস্থার মাধ্যমেই মানবাধিকার সংস্কৃতি চর্চা করা সম্ভব ।

সকল সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনকারীর বিরুদ্ধে চাপ সৃষ্টি করা। তাই সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তাদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহবান জানান। পরিবার থেকে মানবাধিকার সংস্কৃতি চর্চার আহবান জানান। যেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে সেখানে সকলে মিলে একসাথে প্রতিবাদ করলে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। শনিবার সকালে নগরীর একটি অভিযাত হোটেলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সং¯্্’া এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) আলোচনা সভার আয়োজন করে।

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক’র সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. ফয়সল আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারা বেগম, নর্থ ইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক গোলাম ফারুক রাসেল।

শুরুতেই স্বাগত বক্তব্য দেন একডো’র নির্বাহী পরিচালক লক্ষ¥ীকান্ত সিংহ। সিলেটের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন একডো’র সমন্বয়কারী নোংপকলৈ সিনহা। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম,

সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, বাপার সাধারন সম্পাদক আব্দুল করিম কিম, বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, এডভোকেট মনির হেলাল, মিলন ওরাঁও, উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাশ, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন,

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট এর সভাপতি বিলকিস আক্তার সুমি সম্পাদক মনিকা ইসলাম, উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাশ, খাসি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি আলীজ্যাক টাংসং, সীমা মাল প্রমুখ।

সবশেষে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী দেশে গত একবছরে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net