দিরাইয়ে আ'লীগের সম্মেলনের সঙ্গে আরমানের মৃত্যুর কোনো ‍সম্পর্ক নেই: কাদের

সিলেট সান ডেস্ক:: || ২০২২-১১-১৫ ০৩:০২:৪০

image

দেশের গণমাধ্যমকর্মীদের আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা খবর দেয়া থেকে বিরত থাকার অনুরোধ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সুনামগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবরকে মিথ্যা দাবি করে এমন অনুরোধ জানান তিনি।

কাদের বলেন, ‘আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস এ ফলস (মিথ্যা)। এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন। কী কারণে লোকটার মৃত্যু হয়েছে।’

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর বনানী বিআরটিএর কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভায় সাংবাদিকদের উদেশ্যে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে দলের বিবদমান দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।

এতে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। সেখানে আজমল হোসেন চৌধুরী ওরফে আরমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তার মৃত্যুর কারণ হিসেবে বলেছেন হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি।

আওয়ামী লীগও দাবি করেছে, তিনি কর্মসূচিতে ছিলেন না। নিহত সেই ব্যক্তি সম্মেলনের ধারে কাছে ছিলেন না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘সে বাড়িতে ছিল। বাড়ি থেকে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সে মৃত। এটাকে এখন বলা হচ্ছে, আমাদের সম্মেলনে মারামারি হয়ে একজন মারা গেছে।’

ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের একটা উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে ওখানে ছোটখাটো একটা ঘটনা ঘটেছিল। বিদ্রোহীরা মঞ্চে বসা, কিন্তু পরবর্তীতে সম্মেলন সুন্দরভাবে শেষ হয়েছিল। সকালে পত্র-পত্রিকায় দেখলাম ১ জন মারা গেছে।

এটা মৃত হওয়ার সুবাদে প্রথম পাতায় উঠে এসেছে। সম্মেলনের আশেপাশে কোথাও এ ধরনের ঘটনা ঘটে নাই। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। এভাবে সম্মেলন নিয়ে নিউজ করা...।’ তিনি বলেন, ‘একটা ঘটনা ঘটেছে, একটা লোক দুবাই থাকে। সে দেশে আসছে৷ সে তার বাড়িতে ছিল।

বাড়ি ওখান থেকে অনেক দূরে। সম্মেলনে ঘটনা ঘটেছে ১টায়৷ তিনটা বাজে ওর পরিবার ওকে হাসপাতালে নিয়ে গেছে। স্ট্রোক করে মারা গেছে, এর সাথে সম্মেলনের কোনো রিলেশন (সম্পর্ক) নাই। কোনোভাবেই সম্মেলনের সাথে এ ঘটনা যুক্ত নয়।’

সাংবাদিকদের বন্ধু আখ্যায়িত করে তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘এভাবে যদি নিউজ করেন পুরোপুরি অবহিত না হয়ে। যদি কেউ মারা যায় সম্মেলনে সে ক্ষেত্রে তো প্রমাণ থাকবে। স্ট্রোক করেছে আপনারা (সাংবাদিক) খবর নেন।

’ সম্প্রতি ছয়টি জেলা সম্মেলনে অংশ নেয়ার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোথায় কোনো সম্মেলনে আমাদের এ প্রকার গোলমাল হয়েছে? একটা জেলা সম্মেলন কুমিল্লা যেটা হয়েছে সেটা সম্মেলন থেকে অনেক দূরে। ওই চৌরাস্তার মোড়। তাওতো সেখানে মারামারিও হয় নাই।

কিছুই হয় নাই। পটকা-পাটকা ফুটাইছে। তাও সম্মেলন ভেন্যু থেকে দূরে। এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন।’ বিরোধী দল বিএনপির বিভাগীয় সমাবেশের প্রতি ইঙ্গিত দিয়ে এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘বিরোধী দল হলে চারদিন আগে আসতেছে, লঞ্চে আসতেছে, নৌকায় আসতেছে হেঁটে আসতেছে। দেন এটা আপনাদের ইচ্ছা। আমাদের এগুলো বারণ নাই।

এগুলো আপনাদের ব্যাপার। পত্রিকার পলিসির ব্যাপার। কিন্তু আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস এ ফলস(মিথ্যা)। এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন। কী কারণে লোকটার মৃত্যু হয়েছে।’

অনুষ্ঠানে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা।

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net