সিলেটে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে জেলা প্রেসক্লাবের মানববন্ধন

সিলেট সান ডেস্ক : || ২০২২-১১-১০ ১৩:০৭:৫৩

image

সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সদস্য সাঈদ চৌধুরী টিপু ও কার্যনিবাহী সদস্য মিঠু দাস জয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের প্রতিবাদে এবং অবিলম্বে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহিদমিনারের সামনে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে খ্যাতিমান সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদ সম্পাদিত সিলেটের জনপ্রিয় দৈনিক পত্রিকা একাত্তরের কথা। এতে পরিবহন শ্রমিকদের অরাজকতা, পরিবহন শ্রমিক নেতাদের অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি-লুটপাটের চিত্র উন্মোচিত হয়েছে। তাদের মুখোশ খুলে গেছে। তাই নিজেদেরকে রক্ষা করতে বিতর্কিত পরিবহন শ্রমিক নেতা জাকারিয়া আহমদ আদালতে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এটি স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার ঘৃণ্য অপচেষ্টা।

 

সিলেট জেলা প্রেসক্লাবসহ সিলেট বিভাগের সাংবাদিক সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারের দাবি জানাচ্ছে। অন্যথায় গোটা সিলেট বিভাগের সাংবাদিক সমাজ রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস. সুটন সিংহ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ্ দিদার আলম নবেল এবং উইমেন্স জার্নালিস্ট ক্লাব সিলেটের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সদস্য সুবর্ণা হামিদ।

 

এর আগে মানবন্ধন পরবর্তী সমাবেশের সূচনালগ্নে স্বাগত বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও ব্যুরো প্রধান সুমনকুমার দাশ, দৈনিক একাত্তরের কথার যুগ্ম-বার্তা সম্পাদক আনন্দ সরকার, জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের ব্যুরো প্রধান সৈয়দ রাসেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও যুগান্তরের ফটো জার্নালিস্ট মামুন হাসান, জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাশ, দপ্তর সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলা ট্রিবিউনের সিলেট প্রতিনিধি তুহিনুল হক তুহিন, উত্তরপূর্ব পত্রিকার সিনিয়র রিপোর্টার সজল ঘোষ, জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান আহমদ সুমন, সিলেট প্রতিদিন টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক এনামুল কবীর, সিলেটভিউ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দিব্য জ্যোতি সী, মাইটিভির সিলেট প্রতিনিধি শাহীন আহমদ, প্রথম আলোর স্টাফ ফটো জার্নালিস্ট আনিস মাহমুদ, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়াহইয়া মারুফ, বাসস-এর সিলেট প্রতিনিধি শুয়াইবুল হাসান সুয়েব, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহ্ শরীফ উদ্দিন, যুগভেরীর স্টাফ ফটো জার্নালিস্ট রণজিৎ সিংহ, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার ইয়াকুব আলী, উত্তরপূর্ব পত্রিকার স্টাফ রিপোর্টার বাপ্পা মৈত্র ও সাব-এডিটর ফয়জুল আহমদ, শুভ প্রতিদিনের যুগ্ম-বার্তা সম্পাদক নবীন সোহেল, স্টাফ রিপোর্টার এমদাদুল হক মান্না ও স্টাফ ফটোগ্রাফার সুমন ইসলাম, আমার সংবাদের সিলেট ব্যুরো প্রধান মোহাজিরুল ইসলাম রাহাত, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন, উত্তরপূর্ব পত্রিকার ফটো জার্নালিস্ট পল্লব ভট্টাচার্য্য, জাগ্রত সিলেটের স্টাফ ফটোগ্রাফার হেনা মমো, জৈন্তাবার্তার স্টাফ রিপোর্টার আজহার উদ্দিন শিমুল, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার জয়ন্ত কুমার দাস, আরটিভির সিলেট প্রতিনিধি এম এ কাইয়ুম, সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মো. কামরুল ইসলাম মাহী, সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মোশাহিদ আলী, একাত্তরের কথার স্টাফ ফটো জার্নালিস্ট মাসুদ আহমদ প্রমুখ।

 

মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক আবদুল কাদির ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

 

 

এস এস

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net